পাপ সুধাকর যত দুখ দেল।" সুধাকর' শব্দের অর্থ কী ও সুধাকরকে 'পাপী' বলা হয়েছে কেন? যত দুখ বলতে এখানে কীসের ইঙ্গিত করা হয়েছে?
উত্তর: সুধাকর শব্দের অর্থ: 'সুধাকর' শব্দের অর্থ হল চাঁদ বা চন্দ্র। সুধাকরকে। পাপী বলার কারণ: বিদ্যাপতির লেখা 'ভাব সম্মিলন'r কবিতায় আমরা দেখি প্রিয়তম কৃষ্ণের বিরহে রাধিকা যখন দুঃখে কাতর, তখন চাঁদের মায়াবী জ্যোৎস্না যেন আরও বেশি করে তাঁকে কৃষ্ণের কথা মনে করাচ্ছে। অথচ তিনি শ্রীকৃষ্ণের কাছে যেতে পারছেন না। শ্রীরাধিকার বিচ্ছেদ বেদনা দ্বিগুণ করে তোলার জন্য সুধাকরকে পাপী বলা হয়েছে।
যত দুখ প্রসঙ্গ: শ্রীরাধিকাকে ফেলে রেখে প্রিয় কৃষ্ণ গিয়েছেন মথুরায়। সমগ্র বৃন্দাবন আকুল হয়ে উঠেছে রাধিকার বিরহ-কাতরতায়। - বৃন্দাবনের বক্ষে নেমে আসা মায়াবী চাঁদের জ্যোৎকস্নালোক সেই বেদনাকে দ্বিগুণ করেছে। চাঁদের প্রতি তাই শ্রীরাধিকার মনে বড়োই আক্রোশ জন্মেছে। প্রিয়-বিচ্ছেদে তিনি মুহ্যমান হয়ে পড়েছেন। প্রিয়-মিলনের পূর্বে রাধার এরূপ অবস্থার বর্ণনাতেই 'যতদুখ' শব্দবন্ধটির অবতারণা।