"তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জ্বলে"-এই গানটি 'পঁচিশে বৈশাখ' প্রবন্ধে উদ্ধৃত করার কারণ কী?
উত্তর: সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রগানের সৌন্দর্যের সন্ধানে বলেছেন যে, রবীন্দ্রনাথের গান 'নীলাম্বরের মর্মমাঝে' বিচরণের পর আবার পৃথিবীতে ফিরে আসার কাহিনি। স্বর্গসভার মহাঙ্গন থেকে এই 'শ্যামল মাটির ধরাতলে', যেখানে ঘাসে ঘাসে রঙিন ফুলের আলপনা, আর বনের পথে আঁধার-আলোর আলিঙ্গন সেখানে খেলার ছলে কবির দিন কাটে। লোকোত্তর থেকে মর্ত্য-পৃথিবীতে কবির এই ফিরে আসার দৃষ্টান্ত হিসেবেই গানটির উল্লেখ করা হয়েছে।