সুজনক দুখ দিবস দুই-চারি- সুজন কে ও তাঁর দুঃখের কারণ কী? তাঁর দুঃখের অবসান কীভাবে ঘটেছিল?
উত্তর: বিদ্যাপতি রচিত আলোচ্য 'ভাব সম্মিলন' পদে সুজন বলতে শ্রীরাধিকাকে বোঝানো হয়েছে।
সুজনের দুঃখের কারণ: শ্রীরাধিকাকে ফেলে রেখে প্রিয় কৃষ্ণ গিয়েছেন মথুরায়। সমগ্র বৃন্দাবন আকুল হয়ে উঠেছে রাধিকার বিরহ-কাতরতায়। বৃন্দাবনের বক্ষে নেমে আসা মায়াবী চাঁদের জ্যোৎস্নালোক সেই বেদনাকে দ্বিগুণ করেছে। প্রিয়-বিচ্ছেদে তিনি মুহ্যমান হয়ে পড়েছেন। প্রিয়ের সঙ্গে দীর্ঘ বিচ্ছেদে শ্রীরাধিকা দুঃখে কাতর হয়েছিলেন। সেই অতীত দুঃখ-স্মৃতি প্রসঙ্গেই আলোচ্য উদ্ধৃতিটির অবতারণা।
দুঃখের অবসান ঘটে যেভাবে: পাঠ্য 'ভাব সম্মিলন' পদে আমরা দেখি, শ্রীকৃষ্ণ চিরতরে মথুরা চলে যাওয়ার পরেও শ্রীরাধিকা তাঁর ভাবলোকে শ্রীকৃষ্ণকে খুঁজে পেয়েছেন। এর ফলে কৃষ্ণের আর চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি চিরকাল শ্রীরাধিকার অন্তরেই বিরাজ করবেন। তাই সুজন অর্থাৎ শ্রীরাধিকার দুঃখের অবসান ঘটেছে। দীর্ঘ বিরহকাল যাপনের পর প্রিয়ের সঙ্গে ভাবলোকে মিলনের আনন্দে আত্মহারা হয়েছেন শ্রীরাধা।