সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে, পৃথিবীর কোথাও সে খাপ খাইতেছে না"- এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? সে কোথাও কেন ঠিক খাপ খাইতেছিল না?
উত্তরঃ "ছুটি" গল্পে এখানে সে বলতে ১৩-১৪ বছরের গ্রাম্য বালক ফটিকের কথা বলা হয়েছে। যাকে গ্রাম থেকে তার মামা বিশ্বম্ভর বাবু কলকাতার শহরে নিয়ে গিয়েছিল।
খাপ খাচ্ছিল না কেন ফটিক গ্রাম্য বালক। গ্রামের পরিবেশে থেকেছে। অবাধ স্বাধীনভাবে তার গ্রামের পরিবেশে ঘুরে বেড়িয়েছে।
হঠাৎ তার মামা তাকে কলকাতায় নিয়ে যায়। ফটিক সেখানে গিয়ে আটকা পড়ে যায়। নিজেকে বন্দী মনে হতে থাকে। মামিমার চোখে সে অবহেলার পাত্র হয়ে যায়। কিছুতেই নিজেকে সেই দুরন্ত স্বভাব মনোভাবাপন্ন খুজে পায়না। মামার বাড়ি তার কাছে কারাগার মনে হতে থাকে। কলকাতার পরিবেশের চারিদিকের স্নেহশূন্য বিরাগ ফটিককে পদে পদে কাঁটার মতো বিধতে থাকে। মামির স্নেহহীন চোখ তার কাছে সর্বদাই বাজতো। এমন অবস্থায় তার কাছে তার অভাগিনী মায়ের মাতৃক্রঝড় স্বর্গলোক মনে হতে থাকে। এইভাবে ফটিক গ্রামের পরিবেশ থেকে হঠাৎ গিয়ে নিজেকে খারাপ খাওয়াতে পারছিল না।