ছুটি গল্পে ফটিকের চরিত্র বিশ্লেষণ কর।
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছটি নামক ছোটগল্পে কেন্দ্রীয় চরিত্র ফটিক। সহজ সরল এক গ্রামের অবাধ্য দামাল ছেলে কিভাবে শহরে নিজেকে হারিয়ে ফেলে এবং ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে-তার এই কাহিনী বর্ণিত হয়েছে আলোচিত গল্পে। গল্পে ফটিকের বেশ কিছু চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে:-
অবাধ্য বালক: ফটিক তার মায়ের অবাধ্য দুরন্ত বালক। তার ভাই মাখন এর সঙ্গে মারপিট করে। মায়ের সঙ্গে তর্কাতর্কি করে। মা তাকে ডেকে পাঠালেও অনেক সময় কথা শুনতো না।
পল্লীগ্রামের দামাল ছেলে: ফটিক পল্লী গ্রামের দামাল ছেলে। পল্লী প্রকৃতির সঙ্গে মিলেমিশে সে একাকার হয়ে আছে। তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। কলকাতায় তার বন্দী জীবন তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। কেবলই মনে পড়ে থাকে তার গ্রামের কথা।
কলকাতার শহরে যাওয়ার ইচ্ছা: ফটিক গ্রামের সহজ সরল দুরন্ত বালক। কলকাতা শহর সম্পর্কে তার জানা ছিল না। তাই মামার সঙ্গে কলকাতা যাওয়ার জন্য উৎসাহে উদগ্রী হয়ে উঠেছিল।
মায়ের ভালোবাসা উপলব্ধি: ফটিক কলকাতায় গিয়ে বুঝতে পারে মায়ের স্বর্গ সুখ ভালবাসা। মামিমার স্নেহশূন্য দৃষ্টি অনাদর অবহেলা বারবার তার অভাগিনী মায়ের মুখের কথা মনে পড়েছিল।
ছুটি পেতে চাওয়া: ফটিক একজন নিতান্তই ছেলেমানুষি বালক। ছুটি যে কি মধুর, কী আনন্দ তা ফটিকের চেয়ে কেউ বুঝতে পারে না। তাই জ্বরে আক্রান্ত হলে ফটিক নিজে বুঝতে পারে যে, এবার তার ছুটি হয়েছে অর্থাৎ সে যে মৃত্যুর মুখে পড়েছে তা উপলব্ধি করতে পেরেছে।
অবশেষে তার করুণ মৃত্যুর মধ্যে দিয়ে গল্পের পরিসমাপ্তি ঘটে। গ্রামের দুরন্ত স্বভাবসম্পন্ন এক দামাল ছেলের চিরকালীন ছুটি হয়ে যায়।