"কথাটা ঠিকও, ভুলও।"-কোন্ কথা? কেন প্রাবন্ধিক এ কথা বলেছেন?
উত্তর: বাঙালি আড্ডাবাজরা দাবি করেন যে, বাংলার বাইরে নাকি e-cass আড্ডার চল নেই। এই কথা প্রসঙ্গে প্রাবন্ধিক উল্লিখিত মন্তব্যটি করেছেন।
- প্রাবন্ধিক মন্তব্য করেছেন যে, একই মাছ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত। সিন্ধুনদে যে মাছ ধরা পড়ে তার নাম 'পাল্লা'। আবার নর্মদার স্রোতে ভরোচ শহরে যে মাছ ধরা পরে তার নাম 'মদার'। গঙ্গা-পদ্মা থেকে ধরা যে মাছ বাঙালিকে আকুল করে তোলে তার নাম 'ইলিশ'। সেটাই আবার হিন্দি বলয়ে পৌঁছে হয়ে যায় 'হিলসা'। একই মাছ, কিন্তু দেশভেদে তার নাম আলাদা। রান্নার প্রকরণও আলাদা। বাঙালির মতো রসসিক্ত রান্নার দক্ষতা অবশ্যই তাদের ছিল না। একই কথা প্রযোজ্য আড্ডা সম্পর্কেও। আড্ডা বহু দেশে থাকলেও বাঙালিদের মতো তরিবৎ করে রসিয়ে রসিয়ে আড্ডার মজা নিতে অন্যরা জানে না।