"....তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন,"-কীসের কারণ? অনুসন্ধানের ফলে কী দেখা যাবে?
উত্তর: প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর মতে, কোনো কোনো গায়কের চমৎকার সুর-তাল জ্ঞান, কন্ঠের মাধুর্য ইত্যাদি থাকলেও তার গাওয়া গান নিতান্তই 'পানসে' অর্থাৎ ভালো লাগে না। এর কারণ অনুসন্ধানের কথাই লেখক বলেছেন।
কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় যে, অধিকাংশ ক্ষেত্রেই গায়কের যথেষ্ট শব্দের গুরুত্ব বিষয়ক বোধ নেই। ফলে প্রতিটি শব্দকে তার নিজস্ব তাৎপর্যে তিনি গাইছেন না। সে কারণে গান চূড়ান্ত বিচারে তার আকর্ষণ ক্ষমতা হারাচ্ছে।