"দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও"। কে, কাকে, কেন বাড়িয়ে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে?
উত্তরঃ "ছুটি" গল্পে কলকাতার শহরে ফটিকের মামিমা এমন মন্তব্য করেছিল। ফটিকের মামিমা ফটিককে তার মায়ের কাছে নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে।
কেন বলেছে- ফটিক কলকাতায় গিয়ে কিছুতেই খাপ খাওয়াতে পারছিল না। নিজেকে সর্বদাই বন্দী বলে মনে হচ্ছিল। মামার বাড়ি তার কাছে কারাগার পরিণত হয়। এদিকে মামিমার অনাদর স্নেহশূন্য দৃষ্টি ফটিককে বারবার পীড়া দিত। তাই ফটিক মামার বাড়ি থেকে ছুটি পাওয়ার জন্য কাউকে না বলে মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ফটিককে হঠাৎ একদিন সকালবেলায় দেখা যাচ্ছিল না। তার মামা পুলিশে খবর দেয়। অনেক খোঁজাখুঁজি করার পর দুজন পুলিশ তাকে গাড়ি করে বিশ্বম্ভর বাবুর কাছে পৌঁছে দেয়। মামিমা এমন কাণ্ড দেখে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলেছিল।