কায়রোবাসীদের সঙ্গে আড্ডার সম্পর্ক নিয়ে লেখক কী জানিয়েছেন
কায়রোবাসীদের সঙ্গে আড্ডার সম্পর্ক নিয়ে লেখক কী জানিয়েছেন?
উত্তর: প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর মতে, শতকরা নববই জন কায়রোর অধিবাসী আড্ডা দিতে পছন্দ করেন এবং তার 'দশ আনা পরিমাণ' অর্থাৎ সংখ্যাগরিষ্ঠই অর্ধেক জীবন কাটিয়ে দেয় কাফেতে বসে আড্ডা দিয়ে।