welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

কে, নিরঞ্জন এলি?" নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন?

কে, নিরঞ্জন এলি?" নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন?


উত্তরঃ প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কার' গল্পের প্রধান নারী চরিত্র যামিনীর সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল তার নাম নিরঞ্জন। সে ছিল যামিনীর মায়ের দূর সম্পর্কের বোনপো।

তেলেনাপোতা আবিষ্কারে গিয়ে গল্পকথকের দৃষ্টি এবং হৃদয় আকর্ষণ করেছিল যামিনী। সে ছিল কথকের পানরসিক বন্ধু মণিদার জ্ঞাতিস্থানিয়া। যামিনীদের বাড়িতেই তাদের মধ্যাহ্নভোজনের আয়োজন হয়েছিল। খাওয়ার পর তারা যখন বিশ্রাম করছিল তখন যামিনী এসে মণিদাকে ডাকে এবং নিচু স্বরে কিছু কথা বলে যায়। কথক মণিদার মুখে নিরঞ্জন-বৃত্তান্ত শুনে। চার বছর আগে নিরঞ্জন এসে যামিনীর মাকে কথা দিয়েছিল যে বিদেশ থেকে ফিরেই সে যামিনীকে বিয়ে করবে, কিন্তু সে আর ফিরে আসেনি। যামিনীর মা গল্পকথকদের কাউকে নিরঞ্জন ভেবেছিল এবং তার কাছে নিরঞ্জনকে নিয়ে যাওয়ার জন্য যামিনীকে জোর করছিল। মাকে শান্ত করার জন্যই যামিনী মণিদাকে ডাকতে এসেছিল। সব শুনে গল্পকথক যামিনীর মায়ের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করে। এরপর মনিদার সঙ্গে যামিনীর মায়ের কাছে গেলে দৃষ্টিশক্তিহীন বৃদ্ধা কথককে নিরঞ্জন বলে সম্বোধন করেন। এভাবেই তাকে নিরঞ্জন সাজতে হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01