welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়ুপ্রবাহ (Wind)

বায়ুপ্রবাহ (Wind)


বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। বায়ুর এই অনুভূমিক সঞ্চালনকে বায়ুপ্রবাহ বলে। বায়ুপ্রবাহের দুটি বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা আবহাওয়া মানচিত্র বিশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বায়ুপ্রবাহের দিক ও অপরটি বায়ুর গতিবেগ। প্রদত্ত আবহাওয়া মানচিত্রে বায়ুপ্রবাহের দিক ও গতিবেগ সম্বন্ধে যে বৈশিষ্ট্যগুলি পাওয়া যায় তা নিচে আলোচনা করা হল-

1. বায়ুপ্রবাহের দিক (Wind Direction):

বায়ু যেহেতু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাই কোনো অঞ্চলে বায়ুপ্রবাহের দিক নির্ভর করে উচ্চচাপ ও নিম্নচাপের অবস্থানের ওপর। এ ছাড়া কোরিওলিস বল ও কেন্দ্রমুখী বল বায়ুপ্রবাহের দিককে নিয়ন্ত্রিত করে। প্রদত্ত আবহাওয়া মানচিত্রে দেখা যাচ্ছে যে, ভারতীয় উপমহাদেশে বায়ু বিভিন্ন দিক থেকে প্রবাহিত হলেও পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত বায়ুই প্রাধান্য বিস্তার করেছে।

বিভিন্ন দিক থেকে প্রবাহিত বায়ুর পরিসংখ্যান (Table: 1.1) ও এর থেকে অঙ্কিত Wind Rose চিত্র (চিত্র: 1.5) থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, মোট আবহাওয়া কেন্দ্রের 26-67% কেন্দ্রে কোনো তাৎপর্যপূর্ণ বায়ুপ্রবাহ নেই। সর্বাধিক প্রাধান্য বিস্তারকারী বায়ু পশ্চিম (26.67%) ও দক্ষিণ-পশ্চিম (21-11%) দিক থেকে প্রবাহিত হয়েছে। এদের সম্মিলিত প্রভাব মোট ভূভাগের 47-78% এলাকাকে প্রভাবিত করছে। এ ছাড়া অন্যান্য দিক থেকে প্রবাহিত বায়ুর শতকরা হার বেশ কম। তবুও এর মধ্যে উত্তর-পশ্চিম (11-11%) দিক থেকে প্রবাহিত বায়ু উল্লেখযোগ্যভাবে প্রাধান্য বিস্তার করেছে। প্রদত্ত তালিকা ও windrose অনুযায়ী ভারতবর্ষকে বায়ুপ্রবাহের দিক অনুযায়ী নিম্নলিখিত বায়ুপ্রবাহ অঞ্চলে ভাগ করা যায়। এগুলি হল-

(ক) পশ্চিমি বায়ুপ্রবাহ অঞ্চল (West Wind Zone):

• প্রভাবিত এলাকা: সমগ্র পশ্চিম ভারত জুড়ে বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে। এই বলয়টি উত্তরে রাজস্থান থেকে আরম্ভ করে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে পড়ছে রাজস্থানের পশ্চিমভাগ, সমগ্র গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটক রাজ্য। এ ছাড়া অন্ধ্রপ্রদেশের পশ্চিম অংশ, তেলঙ্গানার দক্ষিণ-পশ্চিম ভাগ ও মধ্যপ্রদেশের দক্ষিণ ভাগের সামান্য অংশ এই বায়ুপ্রবাহ অঞ্চলের অন্তর্ভুক্ত।

• সৃষ্টির কারণ: প্রধানত উত্তর মধ্যপ্রদেশে সৃষ্টি হওয়া নিম্নচাপ কক্ষের কারণে এই অঞ্চলের বায়ু পশ্চিমমুখী। এই বলয়টি সর্বাধিক প্রাধান্য বিস্তারকারী বায়ুপ্রবাহ অঞ্চল।

(খ) দক্ষিণ-পশ্চিম বায়ুপ্রবাহ অঞ্চল (South-West Wind Zone):

• প্রভাবিত এলাকা: এই বলয়টি ভারতের সমগ্র পূর্ব উপকূল জুড়ে প্রভাব বিস্তার করেছে। দক্ষিণে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূল হয়ে পূর্বে দক্ষিণবঙ্গের উপকূল পর্যন্ত এই বলয়টি প্রসারিত। এ ছাড়া তেলঙ্গানার অধিকাংশ এলাকা ও ছত্তিশগড়ের দক্ষিণ ভাগ উক্ত বলয়ের মধ্যে পড়ে।

• সৃষ্টির কারণ: উত্তর মধ্যপ্রদেশে সৃষ্টি হওয়া নিম্নচাপের আকর্ষণে ও কোরিওলিস বলের প্রভাবে বায়ুর এই দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহ প্রাধান্য লাভ করছে। প্রাধান্যের দিক থেকে উক্ত বলয়টি দ্বিতীয় স্থান অধিকার করেছে।

(গ) উত্তর পশ্চিম বায়ুপ্রবাহ অঞ্চল (North-West Wind Zone):

• প্রভাবিত এলাকা: সমগ্র পাঞ্জাব, লাক্ষাদ্বীপ, হরিয়ানার পশ্চিমাংশ, রাজস্থানের পূর্বাংশ ও মধ্যপ্রদেশের উত্তর-পশ্চিমাংশ জুড়ে এই বলয়টি বিস্তার লাভ করেছে।

• সৃষ্টির কারণ: প্রধানত উত্তর মধ্যপ্রদেশে সৃষ্ট হওয়া নিম্নচাপের কারণে এই বলয়টির সৃষ্টি। প্রাধান্যের দিক থেকে বলয়টি তৃতীয় স্থানাধিকারী।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01