welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

জিওডেসি কী (What is Geodesy)

জিওডেসি কী (What is Geodesy)


Geodesy হল এমন এক প্রকার বিজ্ঞান যা পৃথিবীর পৃষ্ঠতলের ওপর সঠিক ও নিখুঁত পরিমাণের পদ্ধতি বা উপাদন এবং যার দ্বারা পৃথিবীর ওপর অবস্থিত কোন অবস্থানের সঠিক অবস্থান পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্র সহযোগে নির্ণয় বা হয়। ইহা পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কেও আমাদের ধারণা দেয়। সুতরাং Geodesy-কে নিম্নরূপ সংজ্ঞায়িত করা যেয়ে পারে-

Geodesy is the science which deals with the method of precise measurement elements the Earth surface of Earth and determines precise position on the Earth surface including gravi field of the Earth. It also deals with the theory of size & shape of the Earth.

জিওডেসির প্রয়োগ তত্ত্ব (Application of Geodesy)

Geodesy-এর ব্যবহার বহুল বিস্তৃত। যেমন-

(i) ভৌগোলিক মানচিত্র উপস্থাপনে (Geographic Mapping)

(ii) সীমানা নির্ণয়ে (Boundary Demarkation)

(iii) শহরাঞ্চলের উন্নতিকল্পে (Urban Development)

(iv) বিভিন্ন Engeneering Project-এ

(v) Cadastre (যা মৌজা ম্যাপে ব্যবহৃত হয়)

(vi) মৌজাম্যাপে, যেখানে অভিক্ষেপ (Projection) ব্যবহৃত হয়।

 জিওডেসির ব্যবহার (Uses of Geodesy):

Geodesy-এর Geodatic Measurement-এর ব্যবহার নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে দেখা যায়-

(a) Primary বা Zero Order Trangulation, Trilatteration এবং Traversing-এর ক্ষেত্রে যেখানে Base line 5 থেকে 20 km এবং side গুলি 30 km to 160 km হয়।


ট্রাইলেটারেশন (Trilatteration)

(a) সাধারণত 3 টি Positionning Satellite ভূ-পৃষ্ঠের কোন অবস্থানের নির্দিষ্ট বিন্দুকে চিহ্নিত করতে পারলেও Geodesy তে 4 টি Satellite ব্যবহৃত হয় কোন অবস্থানকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে।

(b) Geodesy-এর সাহায্যে সমুদ্রতলের ওপর অবস্থিত কোন বস্তুর উচ্চতা Triangulation Sperit Levelling-এর সাহায্যে নির্ণয় করা হয় ।

(c) ভৌগোলিক অক্ষরেখা, দ্রাঘিমারেখা ও অ্যাজিমুথ (North Line-এর সাপেক্ষে কৌণিক দূরত্ব)-এর মহাজাগতিক পর্যবেক্ষণের মাধ্যমে কোন সমীক্ষার (Survey) উৎস ও তার গতি প্রকৃতি নির্ণয় করা হয়।

(d) (i) পৃথিবীর সমুদ্রতলের সমমহাকর্ষযুক্ত পৃষ্ঠের (Earth Sea-level Equipotential Surface) সঠিক আকৃতি নির্ণয়ে।

(ii) সমস্ত উচ্চতায় মেবুদেশীয় ঘূর্ণনে Geoid ও External Equipotential Surface নির্ণয়ে।

(iii) গড় সমুদ্রতলের উচ্চতা (Mean sea Level) ও Geoid-এর পার্থক্যীকরণে।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01