ডেটাবেসের প্রকারভেদ (Types of Database)
নির্দিষ্ট বিষয় সম্বন্ধে চিন্তাভাবনা করে নির্দিষ্ট কোন পদ্ধতি অনুসারে যখন কোন উপাত্ত ভিত্তি তৈরী করা হয় তম তাকে উপাত্ত প্রতীক বা Data Model বলে। উপাত্ত প্রতীক বা Data Model-কে প্রধানত চারভাগে ভাগ করা যা যথা-
→Hierarchical Data Model
→Network Data Model
→Object Oriented Model
→Relational Data Model
ক্রমোচ্চ তথ্য মডেল (Hierarchical Data Model):
রুমোচ্চ তথ্য মডেল হল একটি উপাত্ত তথ্যভিত্তির একটি ভাগ যেখানে তথ্যগুলি ক্রমোচ্চ স্তর অনুযায়ী একটি ফাইলের মধ্যে অনেক যুক্তিসমন্বিত ধারনার দ্বারা সঞ্চিত থাকে। এইসব যুক্তিসমন্বিত ধারণাগুলি পরস্পরের সঙ্গে স্তর অনুযায়ী যুদ্ধ থাকে। একটি গাছের যেমন শাখা, প্রশাখা, কান্ড থাকে এই মডেলও তেমনি একটি বিষয় থেকে বহু বিষয়ে বিস্তৃত থাকে। এখানে মূল বিষয়ের সাথে প্রতিটি বিষয়ের সম্পর্ক একটির সাথে একাধিক। এই মডেলে কোন তথ্য অনুসন্ধান করতে হলে উপর থেকে নীচে এবং নীচ থেকে উপরের নথি অনুসন্ধান করতে হবে।
অন্তর্জাল তথ্য মডেল (Network Data Model):
জালযুক্ত উপাত্ত মডেলে প্রতিটি নথির সাথে প্রতিটি নথির একাধিক সম্পর্ক (One to Many Relation) থাকে। প্রতিটি নথির সাথে একাধিক নথির সরাসরি সম্পর্ক থাকায় যে কোন তথ্য সরাসরি অনুসন্ধান করা যায়। ফলে তথ। অনুসন্ধান দ্রুত সম্পাদন করা যায়। অবশ্য ক্রমোচ্চ উপাত্ত মডেল অপেক্ষা এই মডেলে তথ্য সংরক্ষণ, সংযোজন ও পরিবর্তন পদ্ধতি বেশি জটিল। নীচের প্রবাহ তালিকাতে একটি বিশ্ববিদ্যালয়ে একাধিক বিভাগ, প্রতিটি বিভাগের শিক্ষার্থী সংখ্যা ও অধ্যাপক সংখ্যা, পাঠক্রমের সংখ্যা দেখানো হল.