welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

তৃন্দ্রা জলবায়ু অঞ্চল (Tundra climatic region)

তৃন্দ্রা জলবায়ু অঞ্চল (Tundra climatic region)


পৃথিবীর উভয় গোলার্ধে 66/, অক্ষরেখার পর থেকে মেরুর দিকে মহাদেশের অংশগুলিতে যে বিশেষ ধরনের (প্রচণ্ড শীতল) জলবায়ু লক্ষ করা যায় তা তৃষ্ণা জলবায়ু নামে পরিচিত। 'তুন্দ্রা' শব্দটির অর্থ পতিত ভূমি। এই অঞ্চলটি চিরতুষারাবৃত একটি অঞ্চল। তাই এই অঞ্চলকে পৃথিবীর 'বরফের মরুভূমি (Ice Deserts) বলে।


• ভৌগোলিক অবাদান (Geographical Location)

• অক্ষাংশগত অবস্থান : উভয় গোলার্ধে 65°-75° অক্ষাংশের মধ্যে এই জলবায়ু অঞ্চলটি বিস্তৃত।

দেশীয় অবস্থান তুন্দ্রা জলবায়ু অঞ্চল তিনটি উপ-জলবায়ু অঞ্চলে বিভাজিত। যথ্য-

A.আর্কটিক মহাসাগর সংলগ্ন অঞ্চল

(i) আলাস্কা, কানাডার উত্তরপ্রান্ত,(ii)পূর্বতন সোভিয়েত রাশিয়ার উত্তর অংশ।

B. গ্রিনল্যান্ডের উপকূলবর্তী অঞ্চল; এবং

C.দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকার গ্রাহামল্যান্ড উপদ্বীপ অঞ্চল।

• তৃষ্ণা জলবায়ুর বৈশিষ্টা (Characteristics of Tundra Climate)

সূর্যরশ্মি সারাবছর তির্যকভাবে এই অঞ্চলে পতিত হয বলে তাপমাত্রা সবসময় কম থাকে। এই অঞ্চলটি স্থায়ী উচ্চচাপ বলয়ের অধীন হওয়ায় এর আবহাওয়া হয় শীতল প্রকৃতির। উত্তর-পূর্ব মেরুবায়ু ও দক্ষিণ-পূর্ব মেরুবায়ু-এ অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়। এই দুই প্রকার বায়ুর প্রভাব এই জলবায়ুতে বিশেষভাবে লক্ষ করা যায়। অঞ্চলটি ঋতুবৈচিত্র্যহীন। কারণ এই অঞ্চলটি পৃথিবীর মেরুর নিকটবর্তী হওয়ায় সারাবছর ধরে এখানে তীব্র শীত ঋতুই বিরাজ করে।

এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হল-

1. উষ্ণতা সংক্রান্ত বৈশিষ্ট্য 

(i) এই জলবায়ু অঞ্চলটি 66°30′ উত্তর অক্ষরেখা থেকে মেরুর দিকে বিস্তৃত হওয়ায় এই অঞ্চল সূর্যরশ্মির তাপীয় ফল খুবই কম লাভ করে। বছরে প্রায় ৭ মাস ধরে গড় উয়তা হিমাঙ্কের নিচে থাকে।

(ii) বার্ষিক গড় উদ্ভুতা -12° সেঃ। শীতের তীব্রতা ভয়ঙ্কর।

iii) এই অঞ্চলের উন্নতম মাসের গড় উন্নতা ০° সেঃ থেকে 10° সেঃ-এর মধ্যে থাকে।

(iv) তাপমাত্রা প্রায় সবসময়ই হিমাঙ্কের নিচে থাকে বলে শীতকালে প্রচুর তুষারপাত হয়।

(v) শীতকাল অতি প্রলম্বিত বা দীর্ঘ। তবে বরফ গলানোর জন্য (0° সেঃ বা 32° ফাঃ) যথেষ্ট তাপমাত্রা থাকে না কোনো মাসেই তাপমাত্রা 10° সেঃ-এর ওপর ওঠে না। সাইবেরিয়াতেই তাপমাত্রা সর্বাধিক কম থাকে।

2. বায়ুর চাপ ও বায়ুপ্রবাহ সংক্রান্ত বৈশিষ্ট্য:

(i) এখানে কেন্দ্রবহিমুখী প্রতীপ ঘূর্ণবাত বিরাজ করতে দেখা যায়, তাই সারাবছরই এখানে উচ্চচাপ অবস্থান করে

(ii) চিরতুষারাবৃত মেরুদেশীয় তুন্দ্রা অঞ্চলের ওপর দিয়ে পুবালি মেরু বায়ু (উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব) প্রবাহিত হয়। এই বায়ু মেরুবৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।

(iii) মহাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয় বলে এই বায়ু অত্যন্ত শীতল ও শুষ্ক প্রকৃতির হয়।

3. মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্য:

(i) অধিকাংশ সময়ই তুষারপাত লক্ষ করা যায়.

(ii) শীতকালে নাতিশীতোয় ঘূর্ণবাতের কারণে তুষারঝড়ের সঙ্গে মেরুঝড়ও পরিলক্ষিত হয়।

(iii)বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কম।

(iv) বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 15-25 সেমি যা গ্রীষ্মকালেই শুধু দেখা যায়।

(v) এখানে গ্রীষ্মকালের স্থিতিকাল মাত্র 50-60 দিন। এই সময় সারাদিনই প্রায় সূর্যের আলো থাকে।

অন্যান্য বৈশিষ্ট


(i)কোপেনের জলবায়ুর শ্রেণিবিভাগ অনুযায়ী এটি ET শ্রেণির মধ্যে পড়ে।

(ii) এখানে জলবায়ু অত্যন্ত শীতল প্রকৃতির, জলের বাষ্পীভবন হয় না বললেই চলে। উদ্ভিদ কম থাকায় সম্ভাব্য বাষ্পীয় প্রস্বেদন (Potential evapotranspiration) খুবই কম হয়।

• স্বাভাবিক উদ্ভিদ (Natural Vegetationi)তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদের সঙ্গে মৃত্তিকার আর্দ্রতার একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চিরতুষারাবৃত হওয়ায় ও স্বল্প উন্নতা এবং স্বল্প বৃষ্টিপাতের কারণে উদ্ভিদের পরিমাণ অত্যন্ত কম। মৃত্তিকা বরফাবৃত থাকায় মৃত্তিকার স্তরকে পারমা ফ্লস্ট (Perma frost) চিরহিমায়িত মৃত্তিকার স্তর নামে অভিহিত করা হয়।


বিভিন্ন ধরনের স্থানীয় বৈচিত্র্য এই অঞ্চলের উদ্ভিদগুলিতে লক্ষ করা যায়। যথা-

(i) অতিশীতল জলবায়ুর জন্য কেবলমাত্র শীতপ্রিয় ক্রায়োফাইট উদ্ভিদ লক্ষ করা যায়।

(ii) পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা ও বৃষ্টিপাতের অভাবে উদ্ভিদ প্রধানত জেরোফাইট জাতীয়। অর্থাৎ, প্রস্বেদনের পরিমাণ কমানোর জন্য এরা খর্বাকৃতির, স্বল্পউচ্চতা বিশিষ্ট এবং পাতা মোমের আবরণে ঢাকা।

(iii) অধিকাংশ উদ্ভিদের জন্ম ও বৃদ্ধির সময়কাল খুবই সংক্ষিপ্ত। উদ্ভিদ দেহ থেকেই উদ্ভিদের জন্ম হয়। বীজ থেকে অত্যন্ত কম উদ্ভিদ জন্মায়।

(iv) বৃক্ষ জাতীয় উদ্ভিদ বিশেষ দেখা যায় না, বেশির ভাগই তৃণ-জাতীয় উদ্ভিদ।

(v) গ্রীষ্মকালে তুষার গলে গেলে কিছু মস, লিচেন জাতীয় উদ্ভিদ জন্মায়।

(vi) এখানে রেইনডারমস (Reindeermoss), ক্রোবেরী (Crowberry), তুসক থাস (Tussock grass). উইলো (Willow) এবং প্রায় 400 ধরনের ফুল দেখা যায়।

• প্রাণীগোষ্ঠী (Animals of the Tundra):
এখানে খুব বেশি প্রাণী দেখা যায় না। এখানে প্রাণীরা অভিযোজনের মাধ্যমে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে এখানে কিছু বন্যপ্রাণী, মাছ, কীটপতঙ্গা ও পাখি দেখা যায়। যথা-ভলিস (Voles), লেমিংস (Lemmings কাঠবিড়ালি (Squirrels), তুষার পাদুকা খরগোস (Snow shoes rabbits), ক্যারিব হরিণ (Cariboss), পার্বত ছাগল (Mountain goats), মেবু ভাল্লুক (Polar bears), শিয়াল (Wolves), খেকশিয়াল (Arctic foxes শ্যালমন মাছ (Salmon), কড মাছ, শকুন প্রভৃতি।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01