welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ক্রান্তীয় উদ্বু মরু জলবায়ু (Tropical Hot Desert Climate)

ক্রান্তীয় উদ্বু মরু জলবায়ু (Tropical Hot Desert Climate)


পৃথিবীর ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে চরম উদ্ভতা ও বৃষ্টিপাতের অভাবে যেসব স্থানে চরম উয় ও শুষ্ক জলবায়ু অনুভূত হয়, সেইসব স্থানের জলবায়ুকে ক্রান্তীয় উয় মরু জলবায়ু বলে। এই জলবায়ু উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির নাম অনুসারে সাহারা জলবায়ু নামেও পরিচিত।

• ভৌগোলিক অবস্থান (Geographical Location):

অক্ষাংশগত অবস্থান: উয় মরু জলবায়ু সাধারণত উভয় গোলার্ধের 15° থেকে 35° অক্ষরেখার মধ্যে অবস্থিত। তবে অধিকাংশ মরুভূমি কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যে অবস্থিত। এই অংশ উন্ন মরু জলবায়ুর প্রধান বা কেন্দ্রীয় অঞ্চল হিসেবে খ্যাত।

দেশীয় অবাগান উল্ল মরু জলবায়ুর অন্তর্গত স্থানগুলি মহাদেশগুলির পশ্চিম অংশে লক্ষ করা যায়, যথা-

(১) আফ্রিকা মহাদেশ: (i) সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম (ক্ষেত্রফল প্রায় 65 লক্ষ বর্গ কিমি) উন্ন মরু জলবায়ু অঞ্চল। এই অঞ্চলের বিভিন্ন দেশগুলি হল-সিরিয়া, মিশর, আলজিরিয়া, টিউনিসিয়া, চাদ। (ii) কালাহারি মরুভূমি বা বতসোয়ানা। (iii) নামিব মরুভূমি নামিবিয়া ও অ্যাঙ্গোলা এবং দক্ষিণ আফ্রিকার মরুভূমি।

(2) এশিয়া মহাদেশ: (i) আরব মরুভূমি-এটি মধ্য প্রাচ্যের দেশগুলিতে অবস্থিত, যেমন-সৌদি আরব, ইরান, ইরাক, ওমান, ইয়েমেন, কুয়েত, কাতার প্রভৃতি দেশ। (ii) থর মরুভূমি-ভারত ও পাকিস্তান.

(iii) উত্তর আমেরিকা সোনেরান মরুভূমি-আমেরিকা যুক্তরাষ্ট্রের মোজাভ ও অ্যারিজোনা প্রদেশ এবা

(iv) দক্ষিণ আমেরিকা আটাকামা মরুভূমি-পেরু ও চিলির উপকূলীয় অংশ

(v) ওশিয়ানিয়া বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি-অস্ট্রেলিয়া।

ক্রান্তীয় উয় মধু জলবায়ুর বৈশিষ্ট। (Characteristics of Tropical Hot Desert Climate)

1. উষ্ণতা-সংক্রান্ত বৈশিষ্ট্য


(i) এখানে দুটি প্রধান ঋতু শীত ও গ্রীষ্ম স্পষ্টভাবে অনুভূত হয়। ক্রান্তীয় ও উপক্রান্তীয় মধু জলবায়ু অঞ্চলে শীত ও শ্রীষ্মের মধ্যে উন্নতার ব্যবধান থাকে সবচেয়ে বেশি।

(ii) এই অঞ্চলে উন্নতম মাসের গড় তাপমাত্রা থাকে 28°-35° সেঃ এবং শীতলতম মাসের গড় তাপমাত্রা থাকে 10°-15° সেঃ। গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 40°-45° সেঃ হয়ে থাকে। কখনো কখনো ওই তাপমাত্রা 50° ১৫° সেঃ-এ পৌঁছায়। লিবিয়ার আল আজিজিয়ায় পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 56-6° সেঃ এশিয়ার উন্নতম স্থানটি থর মরুভূমির অন্তর্গত পাকিস্তানের জেকোবাবাদে। এর সর্বোচ্চ উন্নতা 52° সেঃ ক্রান্তীয় উল্ল মরু অঞ্চলের সর্বাধিক উয়তার প্রধান কারণ হল-

(i) আগত সৌরশস্তিকে বাধা দেওয়ার মতো কোনো মেথ বা তাপ শোষণ করার মতো কা কোনো জলীয় বাষ্প থাকে না।

(ii)ভূপৃষ্ঠের আর্দ্রতাকে বাষ্পে পরিণত করতে বেশি উদ্ভুতার প্রয়োজন হয় না। অতিরিক্ত তাপমাত্রা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে ব্যয় হয়।

(iii) এই অঞ্চলে শীতকালে তাপমাত্রা বিশেষ হ্রাস পায় না। শীতকালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 15°-20° সেঃ হয়। কখনো কখনো তা 26°- 15 27° সেঃ পর্যন্ত হয়। রাতে সর্বনিম্ন তাপমাত্রা 10°-12° সেঃ পর্যন্ত হয়।

(iv) কখনো কখনো এই তাপমাত্রা হিমাঙ্কের ১ কাছাকাছি চলে যায়। মরুভূমি অঞ্চলের উচ্চভূমিতে শীতের রাতে তাপমাত্রা হিমাঙ্কের 2° থেকে 3° সেলসিয়াসের নিচেও নেমে যায়। তখন এই অঞ্চলে তুহিন জমা শুরু হয়.

(v) মরুভূমিগুলির পশ্চিমপ্রান্তের উপকূলভাগের উন্নতা পূর্বাংশ বা মধ্যাংশের তুলনায় কম।

(vi) অবস্থানগত পার্থক্যের জন্য একই মরুভূমির বিভিন্ন অংশে উন্নতা বণ্টনের ভিন্নতা লক্ষ করা যায়

(vii) এই অঞ্চলে দৈনিক উন্নতার প্রসর অনেক বেশি। এখানকার দৈনিক উন্নতার প্রসব বার্ষিক উদ্বুতার প্রসর অপেক্ষাও বেশি হয়।

(viii) গ্রীষ্মকালে দিনের বেলা ভূপৃষ্ঠ অত্যন্ত উত্তপ্ত হলে পরিচলন প্রক্রিয়া সক্রিয় হয় এবং মরু অঞ্চলে ধূলিঝড়ের সৃষ্টি হয়। তখন কোনো কিছুই দেখা যায় না। দৃশ্যমানতা (visibility) হারিয়ে যায়, মনে হয় যেন রাতের অন্ধকার নেমে এসেছে।

বায়ুচাপ ও বায়ুপ্রবাহ সংক্রান্ত বৈশিষ্ট্য:

(i) এই জলবায়ু অঞ্চলের মেরুর দিকের অংশ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের অন্তর্গত। তাই এই জলবায়ু অঞ্চল প্রতীপ ঘূর্ণবাতের কবলে পড়ে।

(ii) নিরক্ষীয় অঞ্চলের উর্ধ্বগামী বায়ু ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের বিক্ষিপ্ত বায়ু এই অঞ্চলে এসে নিম্নগামী হয়। ওপরের বায়ু নিচে নামায় বায়ু সংকুচিত হয়। ফলে বায়ুর চাপ ও তাপ একসঙ্গ্যে বাড়তে থাকে এবং বায়ু শুষ হয়।

(iii) গ্রীষ্মকালে ক্রান্তীয় উল্ল মরু অঞ্চলের ওপর দিয়ে শুদ্ধ আয়ন বায়ু প্রবাহিত হয়। এই সময় স্থানীয়ভাবে কিছু দুর্বল নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপকে কেন্দ্র করে স্থানীয় ঘূর্ণিঝড় প্রবাহিত হয়।

(iv) গ্রীষ্মকালে এই জলবায়ু অঞ্চলে দারুণ তাপপ্রবাহ চলে।

(v) সাহারা ও বৃহৎ অস্ট্রেলীয় মরুভূমি অঞ্চলের বিস্তীর্ণ ভূ-ভাগ ক্রান্তীয় মহাদেশীয় বায়ুপুপ্তের আদর্শ উৎপত্তিস্থল।

(vi) সাহারা মরুভূমি থেকে পশ্চিমে গিনি উপকূল পর্যন্ত আফ্রিকার উত্তর-পশ্চিম অংশের ওপর দিয়ে ধুলোবালি পরিপূর্ণ অত্যন্ত গরম ও শুদ্ধ এক শক্তিশালী বায়ু প্রবাহিত হয়। একে হারমাটান বা হারমাট্টান বলে। এই বায়ু সাধারণত উত্তর-পূর্ব দিক থেকে অথবা মাঝে মাঝে পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এই শুষ্ক বায়ু গিনি উপকূলের স্যাঁতসেঁতে বাতাসকে অনেকটা শুদ্ধ করে দেয়। তখন ওই অঞ্চলের আবহাওয়া অপেক্ষাকৃত শীতল ও স্বাস্থ্যপ্রদ মনে হয়। তাই, গিনি উপকূলে এই বায়ু ডাক্তার বায়ু (Doctor wind) নামে পরিচিত।

3. মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত-সংক্রান্ত বৈশিষ্ট্য:

(i) উয় মরু অঞ্চলে বৃষ্টিপাত অপেক্ষা বাষ্পীভবনের মাত্রা বেশি। বারোমাসই জলের ঘাটতি থাকে।

(ii) এই অঞ্চলে বৃষ্টিপাত অনিয়মিত এবং বৃষ্টিপাতের ওপর আদৌ নির্ভর করা যায় না। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 12 সেমিরও কম। আর্দ্র অঞ্চলের দিকে মরুপ্রান্তে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 70 সেমি পর্যন্ত হয়ে থাকে।

(iii) এই সমস্ত মরু অঞ্চলে পরপর কয়েক বছর বৃষ্টি নাও হতে পারে। আবার, কয়েক বছরের মোট বৃষ্টিপাতের পরিমাণ হঠাৎ একরাতে সংঘটিত হতে পারে। যেমন-নামিবিয়ার মরুভূমির পশ্চিম প্রান্তের অন্তর্গত ওয়ালভিস উপসাগরের উপকূলে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 0-3 সেমি। পরপর কয়েক বছর বৃষ্টি না হয়ে হঠাৎ এক রাতে বৃষ্টিপাত হয়েছে 3-2 সেমি। এই ধরনের প্রবল বৃষ্টিপাতের ফলে মরু অঞ্চলে প্লাবন দেখা দেয়।

(iv) মরুভূমি অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খুবই কম, মাত্র 10 থেকে 30 শতাংশ। দিন অপেক্ষা রাতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি। আপেক্ষিক আর্দ্রতা অপেক্ষা চরম আর্দ্রতার পরিমাণ এই অঞ্চলে বেশি।

(v) রাতে উয়তা হিমাঙ্কের কাছে চলে আসে। তাই ভোরবেলায় এই মরুভূমিগুলিতে শিশির জমা হওয়া একটি সাধারণ ঘটনা হিসেবে বিবেচিত হয়।

(vi) উয় মরু অঞ্চলে বছরে 300 থেকে 320 দিন পর্যন্ত আকাশ নির্মল মেঘমুক্ত থাকে। শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালের বেশির ভাগ সময় 90 থেকে 95 শতাংশ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকে।

• স্বাভাবিক উদ্ভিদ (Natural Vegetation):

উদ্ভিদের জন্ম ও বৃদ্ধির জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ জল। মরুভূমি অঞ্চলে জলের অভাবে স্বাভাবিক উদ্ভিদের জন্ম ও বৃদ্ধি ব্যাহত হয়। বিস্তীর্ণ মরুভূমির অল্প পরিসর স্যানে, যেখানে উদ্ভিদের জন্ম ও বৃদ্ধির সামান্যতম পরিবেশ বর্তমান, সেই স্থানে কেবলমাত্রা অল্প পরিমাণ উদ্ভিদের সমাবেশ লক্ষ করা যায়। শুদ্ধ ও উয় মরুভূমি অঞ্চলে জঙ্গাল উদ্ভিদ জন্মায়, যেগুলি খরাকে পরিহার করতে পারে বা সহ্য করতে পারে। এই সকল উদ্ভিদের জল সংরক্ষণের অভ্যস্থানিক ও শারীরবৃত্তীয় ব্যবস্থা আছে। এদের ছাল পুরু, পাতাগুলি মোমযুক্ত ও কাঁটার মতো।


 • প্রাণীগোষ্ঠী (Animals) উর্দু ও শুষ্ক আবহাওয়ার কারণে প্রাণীগোষ্ঠীর পরিমাণ খুবই অল্প। এখানে প্রধানত বিছে, সাপ, ছাগল, উট ইত্যাদি প্রাণী লক্ষ করা যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01