ট্রেওয়ার্থাকৃত জলবায়ুর শ্রেণিবিভাজন(Trewartha's Climate Classification)
আমেরিকান জলবায়ুবিদ প্লেন থমাস ট্রেওয়ার্থী, (Glenn Thomas Trewartha) উনবিংশ শতাব্দীর তিরিশের দশক থেকে কোপেনের বিশ্ব জলবায়ুর শ্রেণিবিভাগের ওপর গবেষণা শুরু করেন এবং শ্রেণিবিভাজনটির পরিবর্তন করেন। 1980 সালে প্রকাশিত "An Introduction to Climate" গ্রন্থে তিনি যে সর্বশেষ শ্রেণিবিভাজনটি করেন তা কোপেনের শ্রেণিবিভাগ থেকে সম্পূর্ণ আলাদা। ট্রেওয়ার্থা প্রদত্ত জলবায়ুর শ্রেণিবিভাগটি অনেকটা অভিজ্ঞতাভিত্তিক ও গাণিতিক পদ্ধতির সমন্বয়ে গঠিত। ট্রেওয়ার্থা শ্রেণিবিভাজনটি করার সময় লক্ষ রাখেন যাতে তার নির্ণীত মাপকাঠিগুলি কখনোই কোপেন বা থর্নময়েট নির্ণীত মাপকাঠির ন্যায় অতটা জটিল সংখ্যাতত্ত্বভিত্তিক না হয়ে পড়ে। এমনকি ট্রেওয়ার্থা জটিলতা এড়ানোর জন্য খুব বেশিসংখ্যক জলবায়ু অঞ্চলের প্রস্তাবনাও করেননি। তাঁর বিশ্ব জলবায়ু শ্রেণিবিভাজন-এর প্রধান উদ্দেশ্য ছিল-যাতে ভৌগোলিক, উদ্ভিদবিদ বা কৃষিবিজ্ঞানীরা তার নির্ণীত জলবায়ুর শ্রেণিবিভাজনকে ভালো করে বুঝতে পারেন এবং নিজেদের প্রয়োজনে তা ব্যবহারও করতে পারেন। অর্থাৎ, সকলের ব্যবহারযোগ্য করার মতো অতি সরলভাবে ট্রেওয়ার্থী বিশ্ব জলবায়ুর শ্রেণিবিভাজন করেন।