welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ব্যাবসা-বাণিজ্য সংশ্লিষ্ট মেধাসম্বন্ধীয় সম্পত্তি বা ট্রেড রিলেটেড ইনটেলেকচুয়্যাল প্রপার্টি রাইট্স (Trade Related Intellectual Property Rights - TRIPS)

ব্যাবসা-বাণিজ্য সংশ্লিষ্ট মেধাসম্বন্ধীয় সম্পত্তি বা ট্রেড রিলেটেড ইনটেলেকচুয়্যাল প্রপার্টি রাইট্স (Trade Related Intellectual Property Rights - TRIPS)


WTO স্বীকৃত বিভিন্ন বাণিজ্যিক অধিকারের মধ্যে অন্যতম হল মেধাসম্বন্ধীয় অধিকার। ইংরেজি পরিভাষায় একে Intellectual Property Rights বলে। সংজ্ঞা অনুসারে মেধাভিত্তিক জ্ঞান ও জ্ঞানজাত সম্পদের উপর বেসরকারি সংস্থা ও ব্যক্তির নিজস্ব অধিকারকে Intellectual Property Rights বলা হয়। আলোচ্য অধিকারের অন্তর্ভুক্ত হল-


(1) কপিরাইট (Copyright) বা লেখসত্ব অধিকার। এই অধিকারের ভিত্তিতে কারোর লেখা বই বা কারোর গাওয়া গান বা সংগীত সংক্রান্ত সম্পদের প্রকৃত অধিকারী ছাড়া অন্য কেউ বিনা অনুমতিতে ওই তথ্য ব্যবহার করতে পারবে না। অন্যথায় এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। 


(2) পেটেন্ট (Patent) বা কৃতিস্বত্ব অধিকার। এক্ষেত্রে কৃতিস্বত্বাধিকারীর অনুমতি ছাড়া তাঁর তৈরি নকশা (design), উৎপাদন পদ্ধতি (manufacturing process), কর্মপদ্ধতি (process) অন্য কেউ বিনা অনুমতিতে অনুকরণ, কেনাবেচা, ব্যবসা করতে পারবে না। অন্যথায় এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। 


(3) ট্রেড মার্কস (Trade Marks) সংক্রান্ত অধিকার। কোনো সংস্থার নিজস্ব ট্রেডমার্ক বা পরিচয়বোধক চিহ্ন অন্য কোন সংস্থা বা ব্যক্তির দ্বারা ব্যবহার নিষিদ্ধ।


(4) ভৌগোলিক পরিচিতি বা জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (Geographical Indication) সংক্রান্ত অধিকার। কোনো পণ্য যে অঞ্চলের নিজস্ব সম্পদ (যেমন দার্জিলিং-এর চা), সেই নামে অন্য কোথাও উৎপাদিত একই

পণ্য বাজারে বিক্রি করা আলোচ্য অধিকার অনুসারে নিষিদ্ধ। অর্থাৎ, ধরা যাক, কেনিয়াতে উৎপাদিত চা বিশ্বের বাজারে দার্জিলিং-র চা বলে বিক্রি করা যাবে না।


(5) শিল্পসংক্রান্ত নকশা (Industrial design), ব্যবসার তথ্য বা নথি (Trade secrects), ইনটিগ্রেটেড সার্কিটের বিন্যাস নকশা (Layout Designs of Integrated Circuits) সংক্রান্ত অধিকারও TRIPS-এর অন্তর্ভুক্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01