ভারতের আঞ্চলিক বৈষম্যের বিশেষত্ব (Speciality of Regional Disparity of India)
ভারতে আঞ্চলিক বৈষম্যের ক্ষেত্রে বেশ কয়েকটি বিশেষত্ব লক্ষ্য করা যায়, যেমন-
(i) ভারতের দীর্ঘকালীন ভৌগোলিক প্রেক্ষাপটের নিরিখে আঞ্চলিক বৈষম্য অত্যন্ত সঙ্গতিপূর্ণ। এখানকার আঞ্চলিক বৈষম্যের অধিকাংশ বিষয় ঔপনিবেশিক স্বার্থ, রাষ্ট্রীয় পরিচালনাগত অব্যবস্থা, অর্থনৈতিক বণ্টনগত ত্রুটি এবং রাজনৈতিক পক্ষপাতিত্বকে প্রদর্শন করে থাকে।
(ii) ভারতের অন্তঃরাষ্ট্রীয় বৈষম্যের তুলনায় অন্তঃরাষ্ট্রীয় বৈষম্যের মাত্রা যথেষ্ট বেশি।
(iii) অর্থনীতির উচ্চ বৃদ্ধির হার ভারতের ক্রমবর্ধমান অন্তঃরাজ্য বৈষম্যের পাশাপাশি ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক বৈষমাও ।
(iv) এখানে মাথাপিছু রাষ্ট্রীয় অভ্যন্তরীণ পণ্য বণ্টনের ক্ষেত্রে বৈষম্য বৃদ্ধি অটুট থাকলেও, মানব উন্নয়নের রাষ্ট্রীয় সূচকগুলি কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় রয়েছে।
(v ) ভারতের প্রধান অঙ্গরাজ্যগুলির মধ্যে আর্থসামাজিক ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য অত্যন্ত বেশি এবং স্থায়ী প্রকৃতির।
(vi) 1980-এর দশকের মাঝামাঝি থেকে অর্থনৈতিক উদারীকরণ নীতি গ্রহণের কারণে ভারতে আয় এবং সম্পদের বৈষম্য চরমভাবে বৃদ্ধি পেয়েছে।
(vii) ভারতে এমন কিছু রাজ্য রয়েছে, যেখানে উন্নয়নের বাহ্যিক এবং অভ্যন্তরীণ কয়েকটি সূচক পরস্পর বিপরীতধর্মী অবস্থাকে প্রতিফলিত করে। যেমন-কেরালা 1981, 1991 এবং 2001 খ্রিস্টাব্দে উচ্চ মানব উন্নয়ন সূচক (Human Development Index)-এর নিরিখে ভারতীয় রাজ্যগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করলেও ,এখানকার মাথাপিছু আয় জাতীয় গড় আয়ের থেকে অনেক কম ছিল।এই ধরনের বৈপরীত্য অবস্থা আন্তঃরাষ্ট্রীয় বৈষম্যকে যথেষ্ট
প্রকট করে তোলে।