জলবায়ু অঞ্চলের দৈশিক বণ্টন (Spatial distribution of Climatic regions)
উক্ত তিন ধরনের জলবায়ু অঞ্চলের সীমারেখার আকৃতি কীরূপ হবে, তা অলিভার একটি মডেলের মাধ্যমে তুলে হয়েন (চিত্র: 21.15)। চিত্র: 21.15 অনুযায়ী প্রাধান্য অঞ্চলগুলির আকৃতি ষড়ভুজের ন্যায়। ঋতুভিত্তিক অঞ্চলগুলি আয়তক্ষেত্রাকার এবং মিশ্রঅঞ্চলগুলির পরিসীমার আকৃতি ত্রিভুজের ন্যায়। পরিসীমার এরূপ আকৃতি বায়ুপুঞ্জের স্থিতিকালের সময় অনুপাতে নির্ণয় করা হয়েছে। যেমন-চিত্র: 21.15-এ ষড়ভুজের ভিতরে A, B, C নামক স্থানে যে-কোনো একটি বায়ুপুঞ্জেরই অাধিপত্য লক্ষ করা যায়। ধরা যাক, A স্থানে CT, B স্থানে CP এবং স্থানে mP বায়ুপুঞ্জ আধিপত্য বিস্তার করে। অন্যদিকে আয়তক্ষেত্রের মধ্যে যে-কোনো দুটি বায়ুপুঞ্জের ঋতুভিত্তিক প্রভাব লক্ষ করা যায়। যেমন- D স্থানে cP বছরের 75% সময় এবং CI বছরের 25% সময় ধরে আধিপত্য বিস্তার করে। আবার, ত্রিভুজের মধ্যে যে-কোনো স্থানে তিন বায়ুপুঞ্জের ঋতুভিত্তিক প্রভাব লক্ষ করা যায়। যেমন- স্থানে CT বায়ুপুঞ্জ বছরের 25% সময়, mP বছরের অর্ধেক সময় এবং cP বছরের 25% সময়ে আধিপত্য বিস্তার করে। এভাবে একাধিক বায়ুপুঞ্জের প্রাধান্য, ঋতুভিত্তিক অঞ্চল ও মিশ্র অঞ্চলের দৈশিক বিন্যাস কীভাবে হবে, তা চিত্র: 21.16-এ দেখানো হল। এর ভিত্তিতে অলিভার প্রধান প্রধান বায়ুপুঞ্জের অবস্থান ও ভূভিত্তিক স্থান পরিবর্তনের ভিত্তিতে জলবায়ু অঞ্চলের নাম উল্লেখ করেন। Table: 21.13-এ জলবায়ু অঞ্চলের নামগুলি উল্লেখ করা হল
সমালোচনা (Criticism): অলিভারকৃত পৃথিবীর জলবায়ু সংক্রান্ত বায়ুপুঞ্জ পরিসংখ্যান মডেলটিকে (Airmass Frequency Model) নানা দিক থেকে সমালোচনা করা যেতে পারে।
1. প্রথমেই বলা যায়, অলিভার কোপেনের মতো সমগ্র পৃথিবীকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে শ্রেণিবিভাজন করে দেখাতে পারেননি। তিনি কেবল বায়ুপুঞ্জ প্রভাবিত অঞ্চলের কথাই উল্লেখ করেছেন।
2. তাঁর প্রদত্ত মডেলটি কেবলমাত্র একটি গাণিতিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রকৃতপক্ষে বায়ুপুঞ্জের প্রভাবিত এলাকাকে এভাবে ষড়ভুজ, আয়তক্ষেত্র, ত্রিভুজ ইত্যাদি জ্যামিতিক পরিসীমার মধ্যে বেঁধে রাখা সম্ভব হয় না। তাই মডেলটি বাস্তবিক প্রাসঙ্গিকতা হারায়।।
3. অলিভার সুনির্দিষ্টভাবে পৃথিবীতে মোট জলবায়ু অঞ্চলের সংখ্যা নির্ধারণ করতে পারেননি। তাঁর মডেলটি অনুসরণ করলে পৃথিবীতে অসীম সংখ্যক জলবায়ু অঞ্চলের উপস্থাপন করা সম্ভব হবে, যা মডেলটির গ্রহণযোগ্যতা হারায়।
4. বায়ুপুঞ্জ কোনো স্থানের জলবায়ুকে নিয়ন্ত্রণ করলেও আরও এমন অনেক উপাদান রয়েছে যা কোনো স্থানের আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, তা এখানে উল্লেখ করা হয়নি। যেমন-ভূ-প্রাকৃতিক বৈচিত্র্য, জলভাগের বণ্টন, আগত সৌর বিকিরণের পরিমাণ ইত্যাদি।
5. সর্বোপরি, অলিভারকৃত এই শ্রেণিবিভাজনটি অসম্পূর্ণ একটি প্রয়াস মাত্র। এতে সমস্ত ব্যাখ্যাই কাল্পনিকভাবে উপস্থাপন করা হয়েছে। এমনকি তিনি তাঁর বক্তব্যে সমস্ত জলবায়ু অঞ্চলগুলিও নির্দেশ করতে পারেননি।