welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

সাভানা জলবায়ু (Savana Climate)

সাভানা জলবায়ু (Savana Climate)


ক্রান্তীয় অঞ্চলে মরু জলবায়ু ও আর্দ্র জলবায়ুর যে মধ্যবর্তী অবস্থা লক্ষ করা যায়, তাকে ক্রান্তীয় তৃণভূমি বা সাভানা জলবায়ু বলে। মূলত নিরক্ষীয় অঞ্চলে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাতের পর জলীয় বাষ্পের অভাবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রান্তদেশে শুষ্ক জলবায়ু বিরাজ করে। এ ছাড়া আয়ন বায়ুর প্রবাহপথে মহাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত হয় কিন্তু মধ্যভাগে জলীয় বাষ্প কমতে থাকায় বৃষ্টিপাতও কম হয়, তাই এখানে তৃণভূমি সৃষ্টি হয়।

এই জলবায়ু অঞ্চলটি নিরক্ষীয় ও উদ্বু মধু জলবায়ুর মধ্যবর্তী অঞ্চল। গ্রীষ্মকাল উয় ও আর্দ্র এবং শীতকাল অতি শুদ্ধ প্রকৃতির হয়।

• ভৌগোলিক অবান্ধান (Geographical Location)

• অক্ষাংশগত অবস্থান : উধুমন্ডলে নিরক্ষরেখার উভয় দিকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের উভয়পার্শ্বে বিস্তৃত অন্ধন সাভানা জলবায়ু বা ক্রান্তীয় তৃণভূমি নামে পরিচিত। এই জলবায়ু নিরক্ষরেখার উভয় পার্শ্বে 7°-20° উত্তর ও দক্ষিন অক্ষাংশেও লক্ষ করা যায়।

• দেশীয় অবস্থান : সাভানা জলবায়ু অঞ্চল বিভিন্ন মহাদেশের অন্তর্গত যেসব দেশে বিস্তৃত, তা নিয়ে উল্লেখ করা হল-

(i) আফ্রিকা :পূর্ব আফ্রিকার মোম্বাসা, কেনিয়া, সোমালিয়া, উগান্ডা, ইথিওপিয়া, তানজানিয়া, সুদান।

(ii) দক্ষিণ আমেরিকা: উপদ্বীপীয় আমেরিকা, আমাজন অববাহিকার দক্ষিণাংশ, ক্যারিবিয়ান দ্বীপ, বলিভিয়া,প্যারাগুয়ে ও ব্রাজিল।

(iii) মধ্য আমেরিকা :কলম্বিয়া ও পানামা যোজক।

(iv) অস্ট্রেলিয়া: উত্তর অস্ট্রেলিয়াতে বেশি দেখা যায়।

(v) এশিয়া: হাওয়াই দ্বীপপুঞ্জ ও শ্রীলঙ্কা (Trincomalee)

• সাভানা জলবায়ুর বৈশিষ্ট্য (Characteristics of Savana Climate)

জলবায়ুবিদ কোপেনের জলবায়ুর শ্রেণিবিভাগে সাভানা জলবায়ু "AW" শ্রেণিবিভাগের বৈশিষ্ট্য বহন করে। এটি একটি কাষ্ঠ ও তৃণমিশ্রিত বায়োম। যেখানে সূর্যরশ্মি মাটিতে এসে পৌঁছায় সেখানে উন্মুক্ত চাঁদোয় বা ক্যানোপি (Canopy)-র সৃষ্টি হয়। জলবায়ুর বৈশিষ্ট্যের ভিত্তিতে এই সাভানা জলবায়ুকে কয়েকট 30 উপ-জলবায়ুতে ভাগ করা হয়। যেমন-

(i) ক্রান্তীয় এবং উপক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল (Tropical and Sub-tropical Savanna)

(ii) নাতিশীতোর সাভানা (Temperate Savanna)

(iii) ভূমধ্যসাগরীয় সাভানা (Mediterranean Savanna)

(iv) পার্বত্য সাভানা (Montane Savanna)

1. উন্নতা সংক্রান্ত বৈশিষ্ট্য:

(i) এখানে শীতকাল শুষ্ক প্রকৃতির হয়, তাপমাত্রা খুবই অল্প থাকে।

(ii) ক্রান্তীয় অঞ্চলের খুব কাছে অবস্থিত হওয়ায় সাভানা অঞ্চল যথেষ্ট উন্ন প্রকৃতির হয়।

ⅲ) সাভানা জলবায়ুতে উদ্বুতা 20°-30° সেঃ এর মধ্যে থাকে। শীতকালীন উয়তা 5°-15° সেঃ এর মধ্যে থাকে।

(iv) সমগ্র অঞ্চলটিতে একসঙ্গ্যে একই রকম জলবায়ু বিরাজ করে না।

2. মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট

(i) সাভানা জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত অনেকটা মৌসুমি বায়ুর মতোই বৈশিষ্ট। বহন করে।

(ii) বছরের বেশির ভাগ বৃষ্টিপাত বর্ষাকালেই হয়।

(iii) শুদ্ধ শীত ঋতুর সময়কাল খুব একটা দীর্ঘ হয় না। তাই অঞ্চলটিতে বৃষ্টিপাতের কারণে মৃত্তিকার উর্বরতা বজায় থাকে।

(iv) বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 25-150 সেমি। তবে বৃষ্টিপাতের বণ্টন সর্বত্র সমান নয়।

• স্বাভাবিক উদ্ভিদ (Natural Vegetation)

বর্ষব্যাপী উচ্চ তাপমাত্রা ও অল্প বৃষ্টিপাতের জন্য এই অঞ্চলে বৃক্ষের তুলনায় তৃণ বেশি দেখা যায়। এখানে যে সমস্ত তৃণ দেখা যায় তা হল-এলিফ্যান্ট থাস, রোডিস তৃণ, রেড অটস তৃণ, স্টার তৃণ, লেমন। তৃণ। পাইন, পালম, একাসিয়া এখানকার প্রধান বৃক্ষ জাতীয় উদ্ভিদ।

আফ্রিকার সাভানা অঞ্চলে আন্দ্রেলা ঘর্ম একাসির (Umbrella Thorn Acacia), বঙবাব (Baobab), অ্যাবাল (Abal), বিচ (Beech), কমনগুয়াড়ি (Common Guari). নবুলা (Marula), মাংকি অরেঞ্জ (Monkey Orange), রাইসিন বুস (Raisin Bush). ওয়াইল্ড মেলন (Wild Melon), রিভার বুসউইলো (River Bushwillow), মানকেটি বৃক্ষ (Manketti Tree), এলিফেন্ট তৃণ (Elephant Grass), বারমুডা তৃণ (Bermuda Grass), সেনেগাল গাম একাসিয়া (Sen-epal Gum Acacia) প্রভৃতি তৃণ ও বৃক্ষ বেশি দেখা যায়।

কিছু কিছু তৃণ ও বৃক্ষের মূল মাটির গভীরে জলতল পর্যন্ত চলে যায়। কিছু কিছু তৃণ জল সঞ্চয় করে রাখে পাতায় ও কান্ডে, যথা-রোডিস তৃণ, রেড অটস তৃণ, স্টার তৃণ, লেমন তৃণ, পাইনবৃক্ষ, একাসিয়া বৃক্ষ।

• প্রাণী গোষ্ঠী (Animals)

এই জলবায়ুতে যে সকল বিশেষ বিশেষ প্রাণী লক্ষ করা যায়, সেগুলি হল মহিষ (Buffalo), জেরা (Zebra), গন্ডার (Rhinos)। এ ছাড়াও সিংহ (Lions), চিতাবাঘ (Leopards), শিয়াল (Jackals), হাতি (elephants). উটপাখি (Ostriches), হায়না (hyena), থম্পসনস গ্যাজেল (Thompson's gazelle) প্রভৃতি তৃণভোজী ও মাংসাশী প্রাণী দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01