welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

ভৌগোলিক স্থানের উপস্থাপনা (Representing Geographic Space)

ভৌগোলিক স্থানের উপস্থাপনা (Representing Geographic Space)


বাস্তব পৃথিবীর বিভিন্ন উপাদানগুলি দুটি প্রাথমিক অবস্থায় পাওয়া যায়। যেমন- বস্তু বা Object ও বিভিন্ন ঘটনাবলী বা Phenomena। বস্তুগত বিষয়গুলি স্বতন্ত্র ও নির্দিষ্ট, যেমন- বাড়িঘর, হাইওয়ে, শহর বা জাতীয় উদ্যান ইত্যাদি। আবার অবয়ব (Phenomena) বিশাল একাকাজুড়ে সমানভাবে বিস্তৃত হয়ে থাকে, যেমন- ভূমিরূপ, উন্নতা, বৃষ্টিপাত, Noise Level এবং অন্যান্য প্রাকৃতিক ঘটনাবলী সমুহ।

ভৌগোলিক তথ্য বাস্তব পৃথিবীকে দুটি প্রাথমিক ভাবে বিভত্ব করে বর্ণনা করে দুটি পৃথক বিষয়কে Geographic Database দ্বারা বর্ণনা করা যায়। যেমন-

(1) বস্তুগত কাঠামো বা Object Based Model

(2) স্থানগত কাঠামো বা Field Based Model

(Good Child, 1992, Wang and Howarth, 1994)

(1) বস্তুগত কাঠামো (Object Based Model):

বস্তুগত কাঠামো বা Object Based Model-এ বস্তুগুলি সতন্ত্র ও চিহ্নিতকরণ যোগ্য হওয়ায় ইহাকে ভৌগোলিক শানের (Geographic Space)-এর অর্ন্তভুক্ত করা হয়। সংজ্ঞানুসারে, কোন বস্তু হল দৈশিক উপাদান যা নিম্নোক্ত শর্তগুলিকে পালন করে-

(1) ইহার নির্দিষ্ট সীমানা বা Spatial Extent বর্তমান।

(2) ইহা কোন অভিপ্রেত কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্ক যুক্ত।

(3) ইহা দুই বা ততোধিক চারিত্রিক গুণসম্পন্ন যাকে সাধারণভাবে Attribute হিসেবে গণ্য করা হয়।

Spatial Object-কে আবার দুই ভাবে ভাগ করা যায়। যেমন-

(i) Exact Object

(ii) Inexact Object

(i) আসল বস্তু (Exact Object):

Spatial Object-এর অর্ন্তগত Exact Object হল তারাই, যা নির্দিষ্ট উপাদানকে নির্দিষ্ট সীমানা দ্বারা আবন্ধ রাখে। মনুষ্য নির্মিত উপকরণ যেমন- বাড়িঘর ও ভূমির ব্যবহার হল Exact Object-এর উদাহরণ।

(ii) আসল বহির্ভূত বস্তু (Inexact Object):

কোন কোন ক্ষেত্রে দুটি দৈশিক বস্তু (Spatial Object)-এর মধ্যে নির্দিষ্ট সীমারেখা অঙ্কণ করা সম্ভবপর হয় না। এই ধরণের দুটি বস্তুর সীমারেখার ক্ষেত্রে সীমারেখা অঞ্চল (যা ক্রমশ পরিবর্তিত) লক্ষ্য করা যায়। এই ধরণের বস্তুকে Inexact Object বা Fuzzy Entities হিসাবে অভিহিত করা হয়। ভূমিরূপগত উপাদান ও প্রাকৃতিক সম্পদ, যেমন-মৃত্তিকার প্রকৃতি, বন্যজীবজন্তুর বাসস্থান, বনভূমির অবস্থান ইত্যাদি Inexact Object-এর উদহারণ।

Object Based Model-এর ক্ষেত্রে Field Survey (যেমন- Land and Engineering Surveying, Site Investigation) বা ল্যাবরেটরী মেথড (ফটোগ্রামিট্রি ম্যাপিং, ম্যাপ ও বিমানচিত্রের বিবরণী দ্বারা, রিমোট সেন্সিং চিত্রের বিশ্লেষণ, Map Digitizing)-এর মাধ্যমে তথ্য আহরণ করা হয়। বস্তুর প্রকৃতি ও ভৌগোলিক স্কেলের উপর নির্ভর করে Feature-গুলিকে বিন্দু, রেখা, ক্ষেত্র এই তিনটি ভৌগোলিক উপাদান দ্বারা উপস্থাপন করা হয়।

(iii) স্থানগত কাঠামো (Field Based Model):

আবার Field Based Model-এর ক্ষেত্রে Geographic Space বিভিন্ন ঘটনাবলী দ্বারা পূর্ণ থাকে। দৈশিক ঘটনাবলী স্থানান্তরে পরিবর্তিত হতে পারে যা নিয়মিত ভাবে বিস্তৃত কিন্তু কোন নির্দিষ্ট পরিসীমা বিহীন। Spatial Phenomena-এর ক্ষেত্রে Data নির্দিষ্ট স্থানে সংরক্ষিত হয় যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আহরণ করা হতে পারে। প্রত্যক্ষ তথ্য আহরণের উদাহরণ হল- বিমানচিত্র, উপগ্রহচিত্র, স্ক্যান ম্যাপ এবং নির্দিস্ট কিছু নমুনা স্থানে ক্ষেত্র পরিমাপ জনিত সমীক্ষা। উদাহরণস্বরূপ, Triangulated Irregular Network (TIN)-এর জন্য সংগৃহীত টপোগ্রাফিক্যাল তথ্য।

পরোক্ষ তথ্য আহরণ পদ্ধতিতে তথ্যকে কিছু গাণিতিক সূত্র দ্বারা উপস্থাপন করা হয়। যেমন- Interpolation,Reclassification or Resampling যা কোন একটি নির্দিষ্ট স্থানের পরিমাপ। Topographic Data যেমন- Contour এবং Digital Elevation Model (DEM) হল পরোক্ষভাবে তথ্য আহরণের উদাহারণ।

Spatial Phenomena-কে ভূমিপৃষ্ঠ হিসেবে উপস্থাপন করা যায়, যা ধারণাগত দিক থেকে Spatial Data Unit-কে Regular Tessellations বা Irregular Tessellation হিসেবে বিভক্ত করা যায়।

Database স্তরে Spatial Database-কে Object Based Model বা Field Based Model দ্বারা গঠন করা যায়। Object Based Database-এর ক্ষেত্রে নুন্যতম দৈশিক উপাদানগুলি সতন্ত্র প্রকৃতির বস্তু হয়। Inexact Object গুলিকে অনুমানের মধ্য দিয়ে পৃথক করা হয়। স্বতন্ত্র বস্তুগুলিকে বস্তুগুলির চিহ্নিত করণের সাপেক্ষে Field Base Data থেকেও গ্রহণ করা যেতে পারে (যেমন- চিত্রগুলির পর্যালোচনা, উপগ্রহ চিত্রগুলির শ্রেণিবিভাগ, ডিজিট্যাল ফটোগ্রামিট্রি, বিমানচিত্রের বিবরণীর দ্বারা), আবার Mathematical Interpolation-এর মাধ্যমেও (TIN ও DEM থেকে Contouring-এর মাধ্যমে) গ্রহণ করা সম্ভব।

যেহেতু বস্তুনির্ভর দৈশিক ডেটাবেসে তথ্য কে Co-ordinate List (যেমন- Vector Lines)-এর মাধ্যমে প্রকাশ করা হয়। তাই এই ধরণের Data Base-কে Vector Data Model হিসাবেও অভিহিত করা হয়ে থাকে.

যখন Spatial Database-কে Field Based Data Model দ্বারা উপস্থাপন করা হয়, তখন Tessellation এর মাধ্যমে নুন্যতম দৈশিক এককগুলিকে পৃথক করা হয়, যার দ্বারা দৈশিক ঘটনাবলীকে চিত্রিত করা হয়। সবচেয়ে সাধারণ Tessellation পদ্ধতিটি হল নির্দিষ্ট বর্গাকার গ্রিড বা আয়তকার কোষের মাধ্যমে উপস্থাপন। এই ধরণের Field Based Data Model-কে Raster Data Model ও বলা হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01