welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

সময় সম্পর্কের উপস্থাপনা (Representation of Temporal Relationship)

সময় সম্পর্কের উপস্থাপনা (Representation of Temporal Relationship)


ভৌগোলিকদের ধারণা অনুযায়ী Geographic Matrix-এর মতই ভৌগোলিক স্থানের ক্ষেত্রে সময় একটি অবিচ্ছেদ্য তাশ। ভূগোলের এই জ্যামিতিক ক্ষেত্র তত্ত্বের সলো সময়ের এই সম্মিলিত ধারণা GIS-এর ক্ষেত্রেও বিশেষভাবে সমাদৃত প্রযেছে।

কিন্তু অসুবিধার কথা হল, এখনো পর্যন্ত পর্যাপ্তভাবে প্রচলিত Database Management System-এ সময় মাত্রিকতাকে সেভাবে অর্ন্তভূক্ত বা দক্ষভাবে প্রয়োগ করা সম্ভবপর হয়নি। Database দ্বারা সময়ের একঝলক দেখানো সম্ভব হলেও নিয়মিত অয়জনিত পরিবর্তন দেখানো যায় না। GIS প্রযুক্তির ক্ষেত্রে পরিবেশের পরিবর্তনশীলতা দেখানোর অক্ষমতা হল GIS-এর প্রচেয়ে বড় ত্রুটি (Burrough, 1986)

কিন্তু বিগত বছরগুলিকে GIS-এ Temporal Data-এর ব্যবহার করার প্রবণতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আধুনিক গেনাগত প্রযুক্তি এর সাহায্যে বিগত কিছু বছর থেকে Temporal Problem সমাধানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। -New Database Structure, Extended Relational Alzebra এবং Augmented Query Language Kemp and Kowalczbk, 1994) Digital Geographic Data Representation-এর ক্ষেত্রে সময়ের উপস্থাপন সঁচোর দুটি পদ্ধতিতে করা হয়-

(1) সময়ের পরিমাপ (Measurement of Time)

(2) সময় ও স্থানের পারস্পরিক সম্পর্ক (Relationship between Time and Sapce)

(1) সময়ের পরিমাপ (Measurement of Time):

দৈশিক বস্তুর উৎপত্তি ও অবস্থিতি পরিমাপের নির্ণায়ক মানদণ্ড হিসেবে সময়কে বিবেচনা করা হয়। এই ধরণের বস্তুগুলির সময় পরিমাপ নির্দিষ্ট দৃষ্টান্ত থেকে (কোন একটি reference point থেকে) করা হয়, যা তাদের অবস্থিতি কাল সম্পর্কে বর্ণনা করে। বস্তুগুলি নির্দিষ্ট সময় কাল ধরে অবস্থান করতে পারে যা তাদের উদ্ভব, উৎপত্তি, বা স্থায়ীত্ব সম্পর্কে ধারণা দেয়। Computerized Database-এ প্রয়োগের ক্ষেত্রে সময়ের পরিমাপ World Time বা Database Time ব্যবহার করা হয়। World Time বলতে বোঝায় ঘটনাটি বা ঘটনাবলী সংঘটিত হওয়ার সময়টিকে ও Database-এ যে সময় ঐ ঘটনাটি নথিভুক্ত হয় তাকে Database Time বলে।

(2) সময় ও স্থানের মধ্যে সম্পর্ক (The Relationship Between Time and Space):

সময় বিশেষে কোন বস্তুর স্থান ও আকৃতির পরিবর্তন ঘটতে পারে। দৈশিক পরিবর্তন বলতে কোন বস্তুর জ্যামিতিগত পরিবর্তনকে (Geometrical Transformation)-কে বোঝায়, যা বস্তুর অবস্থান, আকার, দিক ও অবস্থার পরিবর্তনকে বোঝায়। এই পরিবর্তনের ফলস্বরূপ বিভিন্ন বস্তুগুলির দৈশিক সম্পর্কেরও পরিবর্তন সাধিত হয়।

ঘটনাচক্রে বস্তুগুলির আকৃতির পরিবর্তন হেতু বস্তুগুলির উপস্থাপনেও তারতম্য ঘটে। যেমন- কোন নির্দিষ্ট স্কেলে যে বস্তুটিকে একটি বিন্দু দ্বারা কোন সময় উপস্থাপন করা হত, সেই বস্তুটিকেই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে লাইন বা ক্ষেত্র দিয়ে ঐ নির্দিষ্ট স্কেলে উপস্থাপন করতে হচ্ছে। যখন একসঙ্গে অনেকগুলি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন বস্তুগুলির বিস্তৃতিও প্রাসঙ্গিক হয়ে পড়ে। যখন Temporal Database-এ অবস্থান, টপোলজি ও বস্তুগুলির চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে তখন এই সময় ও স্থানের সম্পর্কের যুগ্মপ্রভাব খুব জটিল প্রকৃতির হয়.

ভৌগোলিক পদ্ধতির সাময়িক বৈশিষ্ট্য (Temporal Attribute of Geographic Processes):

সাধারণত Temporal Attribute 4 প্রকার হয়।

1. Generation Time: ইহা সেই সময়কে নির্দেশ করে যখন বস্তুটির উৎপত্তি হয়েছিল।

2. Duration Time: ইহা "Degree of Bermanence" কে নির্দেশ করে। ইহা বস্তুটির অবস্থান কাল বা স্থায়ীত্বকালকে নির্দেশ করে।

3. Temporal Significance: ইহা কোন ঘটনাবলীর গুরুত্ব বিচার করে ও Database কোন বস্তুর প্রবেশ ও নিষ্ক্রমন সম্বন্ধে ধারণা দেয়।

4. Temporal Scale: ইহা অনেকটা মানচিত্রের স্কেলের মতই। মানচিত্রের স্কেল যেমন ভূমির দূরত্ব ও মানচিত্রের দূরত্ব-এর অনুপাত, তেমনই Temporal Scale হল সঠিক সময় ও মানচিত্রের সময়ের অনুপাত (Ratio)।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01