দৈশিক সম্পর্কের উপস্থাপনা (Representation of Spatial Relationship)
পৃথিবীর বিভিন্ন উপাদান বা উপকরনের (Feature) একত্রে সম্মেলন বা তাদের মধ্যেকার আন্তঃসম্পর্ককেই দৈশিক সম্পর্ক বা Spatial relationship বলা হয়ে থাকে। এই ধরণের আন্তঃসম্পর্ক-
(a) Geometric অর্থাৎ যখন সন্নিহিত বস্তু সকল একটি Common সীমারেখা দ্বারা আবদ্ধ হয়।।
(b) ইহা Proximal অর্থাৎ যখন একটি বস্তু অন্য একটি বস্তুর নিকটস্থ বলে গণ্য হয়।
ইহা দুই ধরণের হতে পারে-
ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনা ও বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গীর ক্ষেত্রে দৈশিক আন্তঃসম্পর্ক (Spatial Relationship) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৈশিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন GIS Application Co-ordinate-এর তুলনায় Spatial Relationship-কেই প্রাধান্য দিয়ে থাকে।
এর উল্লেখযোগ্য উদাহরণ হল জালক বিশ্লেষণ (Network Analysis) যা Spatial Relationship Vector Data এর দুটি Line Segment-এর মধ্যে স্থানিক সম্পর্কের মাধ্যমে দুটি বিন্দুর মধ্যেকার নূন্যতম দূরত্ব নির্ণয়ে সাহায্য করে। আবার Raster Data হলে ইহা দুটি Grid Cell-এর মধ্যেকার নুন্যতম দূরত্ব নির্ণয়ে সহায়ক হয়। উদহারণস্বরূপ-Hydrologic Modelling-এর ক্ষেত্রে প্রবাহের দিক এবং কোন নির্দিষ্ট বিন্দু থেকে পরিবেশ দূষণ সংক্রান্ত সমীক্ষা।