অর্থনৈতিক উন্নয়ন এবং মানব উন্নয়নের মধ্যে সম্পর্ক(The relationship between economic development and human development)
যে কোনও দেশের মানব উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কটি দ্বিমুখী অথচ পরস্পরের অত্যন্ত পরিপূরক। কারণ, মানব উন্নয়নের হারে যে সমস্ত দেশ পিছিয়ে রয়েছে, সেখানকার অর্থনৈতিক উন্নয়নের পথ সঙ্কীর্ণ গণ্ডির মধ্যে হাবন্ধ থাকে। আবার, যে সমস্ত দেশ অর্থনৈতিক দিক থেকে অগ্রগামী সেখানে মানব উন্নয়নের উচ্চ সূচক অনিবার্যভাবেই লক্ষ্যণীয়।
দৃষ্টান্তস্বরূপ বলা যায়, বিশ্বের পশ্চিমী সভ্যতার দেশগুলিতে (যেমন- নরওয়ে, ডেনমার্ক, সুইডেন প্রভৃতি। মানব পুঁজিতে অধিক বিনিয়োগ করে থাকে বলে, সেখানকার জাতীয় বা স্থানীয় অর্থনীতিতে সবচেয়ে বেশি পরিমাণ সুফল ভোগ করে থাকে। এখানকার মানব পুঁজি গঠন প্রক্রিয়াটি শুধুমাত্র শিক্ষা এবং প্রশিক্ষণের উপর নির্ভর করে তা নয়, বরং স্বাস্থ্য ও সামাজিক পরিষেবার পরিমাণের উপরও যথেষ্ট নির্ভরশীল। আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ইংল্যান্ড প্রভৃতি দেশগুলিতেও শিল্পোন্নয়নকে কেন্দ্র করে সেখানকার মানব উন্নয়নে উচ্চধারা অব্যাহত থেকেছে।
অন্যদিকে, ঠিক এর বিপরীত অবস্থা আফ্রিকার অধিকাংশ দেশগুলিতে লক্ষ্য করা যায়। বিশেষ করে, গাম্বিয়া, মালি, বুরুন্ডি, নাইজার, চাদ প্রভৃতি দেশ শিল্প পরিকাঠামোভিত্তিক অর্থনীতিতে খুব একটা উন্নতি করতে পারেনি বলে,এই সকল দেশগুলির মানব উন্নয়নের হারও যথেষ্ট নিম্নমুখী।
তবে, অনেক গবেষণায় দেখা গেছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি মানব উন্নয়নের জন্য একটি প্রয়োজনীয় শর্ত হলেও, মানব উন্নয়ন প্রতিবেদনের বলা হয়েছে অর্থনৈতিক বৃদ্ধি এবং মানব উন্নয়নের মধ্যে কোন যোগসূত্র নেই।