আঞ্চলিক বৈচিত্র্য ও ভারতের প্রসঙ্গ(Regional Diversity and the Context of India)
বৈচিত্র্য (Diversity)
প্রায় প্রতিটি শাস্ত্রের আলোচ্য বিষয়কেন্দ্রিক উপস্থাপনা এবং কাঠামোগত ব্যাপ্তি বৈচিত্র্যকে অবলম্বন করেই গড়ে উঠেছে। এই বৈচিত্র্য বা "diversity" শব্দটি ল্যাটিন শব্দ "divertere" থেকে উদ্ভূত, যার আক্ষরিক অর্থ হল "facing both ways" বা "সমস্ত দিকেই অভিমুখ"। বর্তমানে আঞ্চলিক বিশ্লেষণ প্রসঙ্গোও বৈচিত্রোর ধারণাটিকে বহুমুখী ধারায় উপস্থাপন করা যায়।
"Marriam Webster অভিধানে বৈচিত্র্যকে "the condition of having of being composed of differing elements বা "বিভিন্ন উপাদান থাকার বা গঠিত হওয়ার শর্ত-রূপে অভিহিত করা হয়েছে।
• 2006 খ্রিস্টাব্দে Thomas অভিমত ব্যক্ত করেন, Dinersity refers to the differences, similarities,and related tensions that exact in any mixture" অর্থাৎ "বৈচিত্র্য বলতে যে-কোনো মিশ্রণে বিদ্যমান বিভিন্নতা, অভিন্নতা এবং সেই সম্পর্কিত টানকে বোঝায়।"
বৈচিত্র্যের সংজ্ঞাগত পার্থক্য যাই থাকুক না কেন, খুব সহজভাবে বললে, বৈচিত্রা হল বেশ কিছু উপাদানের ভিন্নতা, বহুগুণ বা গ্রাচুর্যতার বহিঃপ্রকাশ। আবার, সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখায় বৈচিত্র্য হল এমন একটি ধারণা যেখানে জাতি, বাবা, লিঙ্গা এমনকি ভৌগোলিক পরিসরের স্বতন্ত্রতার বহুমুখিনতাকে প্রদর্শন করে থাকে।