বঙ্গভ দৃষ্টিভঙ্গির নিরিখে অঞ্চল (Region in terms of objective aspect)
বস্তুগত দৃষ্টিভঙ্গির নিরিখে অঞ্চলের যেকটি সংজ্ঞা পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হল-
• পল ভিদাল দ্য-লা-ব্লাশ (Paul Vidal de la Blache)-র মতে, "অজ্জ্বল এমন একটি বিশেষ স্থান যেখানে
সমাজের বিভিন্ন মানুষ এসে এক ধরনের প্রতিষ্ঠিত জীবনধারা গড়ে তোলে।"
• 1905 খ্রিস্টাব্দে অ্যানট্রৌ জন হার্বাটসন (A. J. Herbertshon) বলেছিলেন- Region is a comples of land, water, air, plant, animal and man regarded in the earth's surface.
• 1929 খ্রিস্টাব্দে তুইটেলসি (Whuttlesey) অঞ্চলকে a differentiated segment of earth surface বৃপে আখ্যায়িত করেছেন।
• 1933 খ্রিস্টাব্দে জন ফ্রেডারিখ উনস্টিড (J. F. Unstead) বলেন- The region is a real entity thuat can be positively indentified as natural region.
• 1934 খ্রিস্টাব্দে ডেভিড বি গ্রিক (David B. Grig) উল্লেখ করেন- অঞ্চল এমন একটি এলাকা যাকে কোনও নির্দিষ্ট পরিচয়ের মাধ্যমে অপর একটি এলাকার থেকে কিছু বৈশিষ্ট্যের নিরিখে স্বতন্ত্র করা যায়। এই রূপ স্বতন্ত্রতা কোনও একটি বা একাধিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করেও প্রতিষ্ঠিত হতে পারে।গা
• 1957 খ্রিস্টাব্দে রবার্ট এস প্লাট (Robert S. Platt) বলেছেন-'অঞ্চল নির্ধারিত ভূখণ্ড বিশিষ্ট এমন এক সস্থান, যা সংশ্লিস্ট এলাকার অধিবাসীদের বিশেষ বৈশিষ্ট্যের নিরিখে গড়ে ওঠে।"
• 1966 খ্রিস্টাব্দে এল, ডাডলে স্ট্যাম্প (L. Dudley Stamp)-র মতানুযায়ী- Region is any large tract of land, more or less defined especially certain natural features:
• 1975 খ্রিস্টাব্দে পিটার হ্যাগেট (Peter Hagget) প্রদত্ত অঞ্চল সংক্রান্ত ধারণাটি স্ট্যাম্পের ধারণার প্রায়
কাছাকাছি হলেও, তাতে বেশকিছু স্বতন্ত্রতা লক্ষ্য করা যায়। তিনি বলেছেন-A region is any tract of the earth surface with characteristics, either natural or man-made, that makes different from areas that surrounded it.
তবে, আর. পি. মিশ্র (R. P. Mishra) অনঞ্চলের বস্তুগত ধারণাটিকে আরো একটু স্পষ্টভাবে উল্লেখ করেন- "A
region is a geographic or a real unit with certiin humits and bounds. The unit may consists of a few villages or a number of countries, অর্থাৎ, অঞ্চল হল নির্দিষ্ট সীমানা এবং চৌহদ্দির সমন্বয়ে গঠিত
একটি ভৌগোলিক বা যথার্থ একক, যেটি কয়েকটি গ্রাম বা দেশ নিয়ে গঠিত।