welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

রেডিওমেট্রিক সংশোধন (Rediometric Correction)

রেডিওমেট্রিক সংশোধন (Rediometric Correction)


 বায়ুমণ্ডলীয়, ভূপ্রাকৃতিক বৈচিত্র্যজনিত, সূর্যের কৌণিক অবস্থান, সংবেদকের বিচ্যুতি এবং বর্ণালীগত ত্রুটিজনিত কারণে উপগ্রহ চিত্রে যেসব ভুলভ্রান্তির সমাবেশ ঘটে তা সংশোধন করে সংবেদক দ্বারা গৃহীত আসল তথ্যকে নতুনভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপনযোগ্য করার জন্য যে সমস্ত পদ্ধতিগুলি ব্যবহার করা হয় তাকে রেডিওমেট্রিক সংশোধন পদ্ধতি বলে। অর্থাৎ, সংবেদক দ্বারা সংগৃহীত চিত্র তথ্যের কক্ষ (pixel) গুলির মানে (value) যখন ভুলের সমাবেশ ঘটে তখন এই ধরণের সংশোধনের প্রয়োজন হয়। এই ধরণের ত্রুটির জন্য প্রধানত দুটি কারণ দায়ী-

1. তথ্যসংগ্রাহক যন্ত্রপাতির ত্রুটি বিচ্যুতি

2. বায়ুমণ্ডলীয় প্রভাব রেডিওমেট্রিক সংশোধনের মাধ্যমে বায়ুমণ্ডলীয় অবনমন বা সংবেদকের ত্রুটির কারণে pixel-এ DN মানের যে ভুলের সন্নিবেশ ঘটে তা দূরীভূত করা হয়। এই ধরণের ভুল-ভ্রান্তি মূলত দুটি উপায়ে হয়ে থাকে-

(1) ভূমিভাগের দৃশ্যের তুলনায় উপগ্রহচিত্রের কোন একটি ব্যান্ডের আপেক্ষিক উজ্জ্বলতার (Brightnes) বণ্টনের পার্থক্যীকরণ।

(2) ভূমিভাগের কোন নির্দিষ্ট স্থানের বর্ণালীগত প্রতিফলনের (Spectral Reflactance) সঙ্গে উপগ্রহচিত্রে ঐ স্থানটির জন্য নির্দিষ্ট কোষের (pixel) মান প্রত্যেকটি ব্যান্ডে পার্থক্যীকরণ।

নিম্নলিখিত পদ্ধতিগুলির সাহায্যে ত্রুটিগুলি দূরীভূত করে উপগ্রহ চিত্রের সৌন্দর্য বর্ধন করা হয়-

1. Detector Response Calibration

(a) Scan Line Drop out

(b) De-striping

(c) Random Noise

(d) Vignetting

2. Sun Angle and Toographic Correction

3. Atmosphere Correction।

ডিটেক্টর রেসপন্স ক্যালিব্রেশন (Detector Responce Calibration): ভূ-পৃষ্ঠ থেকে নির্গত বা প্রতিফলিত ঘটে তা সংশোধন এই প্রক্রিয়া দ্বারা সম্পন্ন হয়। একে আবার নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়-

 স্ক্যান লাইন ড্রপ আউট (Scan Line Dropout): যখন একটি সংবেদক কাজ করতে অসমর্থ হয় তখন ক্যামেরাস্থিত ডিটেক্টরগুলি অপ্রত্যাশিত উচ্চ প্রতিফল গ্রহণ করে উপগ্রহ চিত্রে Scan রেখা বরাবর আংশিক বা সম্পূর্ণভাবে কিছু রেখা তৈরী করে, যার pixel গুলির মান অর্থহীন হয়। এই ঘটনাকে Scan Line Dropout বলা হয়।

এই ধরণের ত্রুটিগুলিকে দূরীভূত করার জন্য চিত্রের ঐ ত্রুটিগ্রস্ত রেখার আগের বা পরবর্তী রেখাকে (line) ঐ স্থানে বসানো হয় বা রেখাটির আগের বা পরের রেখার প্রতিটি কোষের মানের গড় গণনা করে নতুন রেখা তৈরী করা হয়। অর্থাৎ যদি ত্রুটিযুক্ত রেখার (Y) কোন কোষের (X) মান DNx, y হয়, তবে তা সংশোধনের গাণিতিক পরিভাষা হল।




একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01