welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

আঞ্চলিকীকরণের দৃষ্টিভঙ্গিতে সাম্প্রতিক পরিবর্তন(Recent changes in approaches of Regionalization)

আঞ্চলিকীকরণের দৃষ্টিভঙ্গিতে সাম্প্রতিক পরিবর্তন(Recent changes in approaches of Regionalization)


পৃথিবীর প্রতিটি অঞ্চলকে তার সমতা বা বিষমতার পরিপ্রেক্ষিতে শ্রেণিবদ্ধ করার প্রচেষ্টাটি দীর্ঘদিনের হলেও, অতীতে আঞ্চলিকীকরণের দৃষ্টিভঙ্গিতে শুধুমাত্র বাহ্যিক উপাদানগুলিকেই প্রাধান্য দেওয়া হত। কিন্তু, বাহ্যিক অঞ্চলের পরিসরে মানুষের বিভিন্ন কর্মধারার পরিব্যাপ্তি ক্রমেই ক্রিয়াশীল অঞ্চলের প্রাধান্য যথেষ্টভাবে বৃদ্ধি করেছে। বিশেষ করে, বিগত পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে এই আঞ্চলিকীকরণের দৃষ্টিভঙ্গিতে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। যেমন-

(i) পৃথিবীর প্রায় অধিকাংশ অঞ্চলকেই একটি পূর্ণ ভৌগোলিক একক ধরে শ্রেণিবিভাজন কৌশলটি বিগত শতকে সর্বাধিক প্রচলিত ছিল। কিন্তু, বর্তমানে একটি অঞ্চলকে ছোটো ছোটো একাধিক পরিসরে বিভক্ত করে তাদের নির্ধারিত মাপকাঠির দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে।

(ii) একসময় আঞ্চলিকীকরণে উপাদানভিত্তিক প্রতিটি গঠন-কাঠামোকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হত। বর্তমানে এই ধরনের প্রচেস্টায় অঞ্চলের গুণাগুণকেই অন্যতম স্থিতিমাপক ধরা হয়।

(iii) সাম্প্রতিক কালে আঞ্চলিকীকরণের প্রচেষ্টা আরও ধারাবাহিক বা প্রণালীবন্ধ (Systematic) হয়ে উঠেছে। এর ফলে অঞ্চলের সাধারণ উপলব্ধিমূলক দৃষ্টিভঙ্গির স্থলে, নির্দিষ্ট পরিসংখ্যানভিত্তিক উপস্থাপন কৌশল অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে, যখন কোনও একটি নির্দিষ্ট আঞ্চলিক পরিসরে একাধিক Dominate criteria উপস্থিত থাকে, তখন সেক্ষেত্রে প্রতিটি অঞ্চলের জন্য পৃথক পৃথক শ্রেণি বা বর্গে নির্দিষ্ট পরিসংখ্যান ব্যবহার করা হয়।

(iv) বহুমুখী উপাদান সমৃদ্ধ আঞ্চলিক সীমানাগুলিকে যাতে বুঝতে অসুবিধা না হয়, সেজন্য আঞ্চলিকীকরণের প্রচেষ্টায় গুণক বিশ্লেষণ (Factor analysis) পদ্ধতি সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োগ ঘটেছে।

(v) আঞ্চলিকীকরণ দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন পরিসরগত সমধর্মিতা (Homogeneity) এর পরিবর্তে আঞ্চলিক বৈচিত্রা (Variety)-কেও এখন সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়।

(vi) সাম্প্রতিককালে আঞ্চলিকীকরণের প্রচেষ্টায় Analytical Regionalization-এর মাধ্যমে GIS (Geographical Information System)-এর নির্দিষ্ট সফ্টওয়্যারের বিশ্লেষণমূলক ব্যবহার যথেষ্ট বেশি পরিমাণে লক্ষ্য করা যায়।

এ ছাড়াও, নির্দিষ্ট পরিকল্পনাভিত্তিক আঞ্চলিকীকরণ পদ্ধতিতে বিভিন্ন দেশের প্রশাসনিক সীমানায় থাকা আর্থসামাজিক রূপরেখাগুলিকেও সমানভাবে বিবেচনা করা হয়ে থাকে।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01