রাস্টার ডেটা মডেল (Raster Data Model)
একটি সাধারণ Raster Dataset সাধারণভাবে Row এবং Column-এর দ্বারা তৈরী Grid দ্বারা গঠিত Raster Data Set-এর মধ্যবর্তী Grid-গুলি একটি তথ্যের পরিমান ধারণ করে) সেই তথ্য যেমন কোন ভূ-পৃষ্ঠের উচ্চতর পরিমাণ হতে পারে। তেমনি ভূমির শ্রেণিবিভাগও হতে পারে বা আবার কোন একটি Grid মধ্যস্থ অঞ্চলের মধ্যে অবসিয়ে উদ্ভিদের মোট পরিমাণও হতে পারে।
প্রতিটি Cirid cell-এ নির্দিষ্ট মূল্য সঞ্চয় করা থাকে যাতে কোন বস্তু বা অবস্থানের প্রকৃতি চিহ্নিত করা। যেগুলিকে সম্পূর্ণ কোষে দেখানো হয়। এটি উল্লেখযোগ্য যে Grid কোষের আয়তন যত বেশী সুক্ষ্ম হবে, Dataset-হয় মধ্যে তত বেশী ভৌগোলিক বৈশিষ্ট্য রাখা যাবে কখনই সঠিক আকার নিয়ে চলে জলের নমুনার অবস্থান একটি মানচিত্রে দেখানো হয়েছে। Raster Data-র ক্ষেত্রে ইহা কতকগুলি Grid-এ বিভক্ত। Grid-কোষগুলিতে যেগুলিতে জলের নমুনা রয়েছে সেগুলির মান। এবং যে কোষগুলির মধ্যে জলের নমুনা নেই সেই কোষগুলির (cell) মান ০। যেখানে তথ্য পাওয়া যায় না সেই কোষগুলিতে বলা হয় "তথ্য নেই".
কিন্তু Vector Data-এর ক্ষেত্রে শুধুমাত্র জলের নমুনা রয়েছে এমন স্থানগুলি x, y Co-ordinate-এর সাপেক্ষে নির্দেশ করছে। ইহা একটি সাধারণ মানচিত্রের মত দেখতে যা সবাই দেখতে অভ্যস্ত।