ভারতের কৃষি বস্তু সংস্থানিক অঞ্চল গঠনের উদ্দেশ্য(The Purpose of the Agro-ecological region in bodit)
ভারতের কৃষি-বাস্তু সাম্মানিক অঞ্চল পরিক্ষায় বিচার্য প্রথম কয়েকটি উদেশ্য হল নিম্নস্তূপনির্দিষ্ট জলবায়ু মাটি এবং ফসলের জন্য ভূখণ্ডের সীমাবদ্ধতা অনুযায়ী স্বতন্ত্র কৃষি এলাকাগুলোকে পৃথকভাবে সনাক্তকরণ।
প্রাচট কার বাস্তুসাম্মানিক অঞ্চলে পরিকল্পনামূলকভাবে নির্দিষ্ট ফসলের উৎপাদনশীলতার স্থানীয়করণ।
দেশের সেচযোগ্য ও চাষযোগ্য জমির পরিমাণ স্থির করে কৃষিসম্প্রসারণগত সম্ভাব্যতার বিষয়গুলিকে খতিয়ে দেখা।
বিভিন্ন জৈব-জলবায়ুর অধীনে কৃষি প্রযুক্তি এবং সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে ফসলের উৎপাদনশীলতার মাত্রা। ও প্রয়োজনীয়তাকে সঠিকভাবে পরিমাপ করা।
নির্দিষ্ট অঞ্চলভিত্তিক এবং স্থানীয় বাস্তুতন্ত্রের নিরিখে কৃষি উৎপাদনের বৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা, জমির পরিবর্তনশীল অবস্থা প্রভৃতি বিষয়গুলিকে যথাযথ রূপে মূল্যায়ন করা।
টেকসই কৃষি উন্নয়নের জন্য।দেশে উপযুক্ত খাদ্য এবং পুষ্টির পরিমাত্রাকে সঠিকভাবে বজায় রাখা।
বিশেষ কিছু নিনিস্ট ফসল বা জিনগত শস্যের জন্যে ভারতের উপযুদ্ধ এবং সম্ভাবনাময় অঞ্চলগুলিকে খুঁজে বের করা, একইসাথে সেখানে আদর্শ কৃষিক্ষেত্রের বিকাশ ঘটানো।