গোলকীয় ত্রিভূজের বৈশিষ্ট্য (Properties of any Spherical Triangle)
গোলকীয় ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ-
1. এই ত্রিভুজের দুটি বাহুর পরিমাপ সব সময় তৃতীয় বাহুর তুলনায় বড় হয়।
2. Spherical Traingle-এর অন্তবর্তী কোণগুলির যোগফল 180 deg চেয়ে বেশি হয় ও 540 deg এর কম হয়।
3. Spherical Traingle-এর যে কোন কোণের কৌণিক মাপ 180 deg -এর কম হয়।
4. ত্রিভুজের একটি বাহু বা একটি কোণ সবসময় 180 deg - কম হয়।
Cosine Formula:
চিত্রে প্রদর্শিত Spherical Traingle এর ৮ এবং c দুটি বাহু ও angle A তাদের অন্তর্বর্তী কোণ হয় তবে cos a= cos b cos e + sin b sin e cos A হবে।
Sin Formula: (sin A)/(sin a) = (sin B)/(sin b) = (sin C)/(sin c)
Nautical Mile: নটিক্যাল মাইল বলতে পৃথিবী পৃষ্ঠে মহাবৃত্তরেখা বরাবর পৃথিবীর কেন্দ্র থেকে উৎপন্ন। মিনিট কৌণিক পরিমাপের মধ্যবর্তী দূরত্ব। Natical mile হিসেবে গণ্য করা হয়।
1নটিক্যাল মাইলকে 6080 ফুট হিসেবে গণ্য করা হয়।