আঞ্চলিকীকরণের সমস্যা (Problems of Regionalization)
আঝলিকীকরণের বিধিসম্মত প্রক্রিয়াটি ভৌগোলিকদের নিজস্ব দৃষ্টিভঙ্গিমূলক কৌশলে উপস্থাপন হয়ে থাকে বলে, সামগ্রিকভাবে এখানেও বেশ কয়েকটি সমস্যা দেখা যায়। যেমন-
• মতানৈক্য (Disagreement) প্রচলিত যে-সমস্ত পদ্ধতির উপর দৃষ্টি নিবন্ধ করে আঞ্চলিকীকরণ করা হয়, অনেক্ষেত্রে ওই সকল পদ্ধতি নিয়ে প্রায়শই ভৌগোলিকদের মধ্যে যথেষ্ট মতানৈক্যের সৃষ্টি হয়। তাই, নির্ধারিত অঞ্চলগুলির প্রাথমিক শ্রেণিবিভাগগুলিকে পুনরায় নতুনভাবে পরিমার্জন করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
• যথার্থ তথ্যের অভাব (Lack of accurate information): আঞ্চলিকীকরণের প্রাথমিক পর্যায়ে প্রাকৃতিক এবং আর্থসামাজিক উপাদানগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সংশ্লিষ্ট তথ্য সংগ্রহের জন্য জাতীয় এবং আঞ্চলিক পরিসংখ্যান দপ্তরগুলিও যথেষ্ট অপ্রতুল। তাই, স্থানীয় উৎস থেকে পাওয়া তথ্যের নিরিখেই ভৌগোলিকরা অঞ্চল চিহ্নিত করে থাকেন, যা কখনো কখনো ভ্রান্ত বলে প্রমাণিত হয়।
• সামঞ্জস্যতার ত্রুটি (Compatibility error): আঞ্চলিকীকরণের ক্ষেত্রে নির্ধারিত সমস্ত পরিসরগত উপাদানকে সমান গুরুত্ব দিয়ে দেখা হয় না। ফলে অঞ্চল চিহ্নিতকরণে সমধর্মিতা বা সামঞ্জস্যতার বিষয়টি এখানে যথেষ্ট উপেক্ষিত হয়। বিশেষ করে, ভারতের মতো বৃহদায়তন যেকোনো দেশের ক্ষুদ্র অঞ্চলগুলিতে এই প্রচেষ্টা কিছুটা সাফল্য পেলেও, বৃহৎ অঞ্চলগুলিতে সমতার নীতি বজায় রাখা প্রায় অসম্ভব হয়ে উঠছে।
• সময়সাপেক্ষতা (Time dependent): আঞ্চলিকীকরণের বহুমুখী পদ্ধতিগুলি যথেষ্ট সময়সাপেক্ষ হয়ে থাকে। ফলে, কোনও একজন ভৌগোলিকের পক্ষে এককভাবে পরিকল্পিত অঞ্চল অন্বেষণ, নির্ধারণ, মানচিত্রে উপস্থাপন এবং বিশ্লেষণ করা সম্ভব হয়ে ওঠে না।
• স্কেলের সমস্যা (Scale problem): বিভিন্ন ভৌগোলিকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ক্ষুদ্র, মাঝারি অথবা বৃহৎ পরিকল্পনা অঞ্চল প্রণয়নের ক্ষেত্রে স্কেলের নির্বাচনসংক্রান্ত সমস্যা সর্বদা থেকেই যায়।
• সীমানাগত ত্রুটি (Boundary Error): অনেকসময় কোনও একটি রাষ্ট্রীয় সীমানার মধ্যে এক বা একাধিক পরিবর্তনশীল সীমানা বা Transitional Zone থাকে। এই সকল পরিবর্তনশীল এলাকাতে দুটি পৃথক অন্যলের একাধিক গুণ থাকার কারণে, সেখানে সাধারণীকরণ পদ্ধতিতে আঞ্চলিকীকরণে বা সীমানা নির্ধারণ করতে গিয়ে ভৌগোলিকদের মধ্যে একাধিক দ্বন্দ্বের সৃষ্টি হয়।
• রাজনৈতিক প্রভাব (Political influence): যে-সমস্ত এলাকা বা অঞ্চল রাজনৈতিক দিক থেকে যথেষ্ট অস্থিতিশীল, সেখানেও আঞ্চলিকীকরণের প্রচেষ্টা ব্যাপক অসহিষুতার সৃষ্টি করে। যেমন-আমাদের দেশের অর্থাৎ ভারত-পাকিস্তান বা ভারত-চীনের সীমানা-অঞ্চলগুলিতে এই ধরনের সমস্যা কখনো কখনো আন্তর্জাতিক সমালোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
• মানুষের প্রভাব (Human influence): পৃথিবীর প্রায় প্রত্যেকটি অঞ্চলে বর্ধিত জনসংখ্যার চাপ যে- অপ্রত্যাশিত পরিবর্তন ঘটিয়ে থাকে, তার ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলির স্বীকৃত পরিসরকে কোনও একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমায়িত করে রাখা সম্ভব হয় না। বিশেষ করে, ঘন বসতিযুক্ত মেট্রোপলিটন অঞ্চলগুলি এই সমস্যায় জর্জরিত।