বায়ুর চাপের ঢাল (Pressure Pressure)
প্রতি একক অনুভূমিক দূরত্বে বায়ুমণ্ডলে চাপের পরিবর্তনের হারকে বায়ুর চাপের ডাল বলে। সমপ্রেষরেখাগুলি কাছাকাছি অবস্থান করলে বায়ুর চাপের ঢাল খাড়াই হয়। অন্যদিকে এগুলি দূরে দূরে অবস্থান করলে ঢাল মৃদু হয়। প্রদত্ত আবহাওয়া মানচিত্র অনুযায়ী উক্ত দিনটিতে ভারতীয় উপমহাদেশের ঠিক মাঝামাঝি মধ্যপ্রদেশের ওপর নিম্নচাপ কক্ষ সৃষ্টি হওয়ায় কক্ষটির চারপাশে খাড়া চাপীয় ঢালের সৃষ্টি করেছে। এই নিম্নচাপ কক্ষ থেকে উত্তর-পশ্চিমে স্থলভাগে এবং দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্বের জলভাগের দিকে বায়ুর চাপ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় মৃদু বায়ুর চাপীয় ঢালের সৃষ্টি করেছে। তবে ভারতে সর্বত্র বায়ুর চাপ ঢালের প্রকৃতি সমান নয়। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত থেকে গভীর নিম্নচাপ হয়ে দক্ষিণ-পূর্বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত অঙ্কিত রেখা (AB) এবং চিন-নেপাল সীমান্ত থেকে গভীর নিম্নচাপ হয়ে মহারাষ্ট্র ও আরব সাগর পর্যন্ত বিস্তৃত রেখা (CD) থেকে প্রাপ্ত অনুদৈর্ঘ্য পরিলেখ অনুসরণ করলে আমরা তিন ধরনের বায়ুর চাপ ঢাল যুক্ত অঞ্চল পাই। এগুলি হল.
ক) খাড়া বায়ুর চাপ চাল যুক্ত অঞ্চল (Steep Pressure Gradient Zone) খাড়া চাপ ঢাল অঞ্চলটি নিম্নচাপের চারিদিকে উত্তর-পশ্চিমে রাজস্থান ও মধ্যপ্রদেশের সীমান্ত থেকে দক্ষিণ-পূর্বে মহারাষ্ট্র ও ছত্তিশগড়ের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে সমগ্র মধ্যপ্রদেশ, দক্ষিণ রাজস্থান, দক্ষিণ উত্তরপ্রদেশ, পূর্ব গুজরাট ও মহারাষ্ট্রের উত্তর অংশ এটি অবস্থান করছে। মোট এলাকার প্রায় 25-30% অংশ জুড়ে খাড়া বায়ুর চাপ ঢাল বিরাজ করছে।
(খ) মাঝারি বায়ুর চাপ ডালযুক্ত অঞ্চল (Moderate Pressure Gradient Zone), মাঝারি বায়ুর চাপ ঢাল যুক্ত অঞ্চল দক্ষিণ-পূর্বে ছত্তিশগড় ও ওড়িশার মধ্য ও উত্তর ভাগ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ জুড়ে অবস্থান করছে। এছাড়া রাজস্থান ও উত্তরপ্রদেশের দক্ষিণভাগে এবং পাঞ্জাব ও হিমাচল প্রদেশেও বায়ুর চাপ ঢাল মৃদু প্রকৃতির। মাঝারি ঢাল যুক্ত এলাকার বিস্তার মোট ভূভাগের প্রায় 25-30%।
গ) মৃদু বায়ুর চাপ ঢাল যুক্ত অঞ্চল (Gentle Pressure Gradient Zone): গাঙ্গেয় অববাহিকা, পশ্চিম রাজস্থানের মরু অঞ্চল, দক্ষিণ ভারত সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ অঞ্চল জুড়ে মৃদু বায়ুর চাপীয় ঢাল বিরাজ করছে। ভারতের অধিকাংশ অঞ্চল (প্রায় 50%) জুড়েই বায়ুর চাপীয় ঢাল মৃদু প্রকৃতির