অ্যান্টার্কটিকায় ওজোন ক্ষত বা ওজোন গহ্বর (Ozone Hole in Antarctica)
1945 খ্রিস্টাব্দে ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভের (BAS) বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেন যে, প্রতিবছর দক্ষিণ গোলার্সে বসন্তকালে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত অ্যান্টার্কটিকা মহাদেশের ওপর ওজোন স্তর পাতলা হচ্ছে এবং 230 ডবসনের নিচে নেমে আসছে। ওই দলের সদস্য ফারমেন এই ঘটনাটিকে ওজোন গহ্বর (Ozone Hole) নামে অভিহিত করেছেন। 1993 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ওজোন স্তরের ঘনত্ব 90 ভবসনেরও নিচে নেমে যায়। পর্যবেক্ষন করে দেখা গেছে, প্রতি বছর বসন্তে প্রায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ন্যায় সমক্ষেত্রফলবিশিষ্ট ওজোন স্তর অ্যান্টার্কটিকার ওপর পাতলা হয়ে পড়ে। ফলে এই পাতলা হওয়া ওজোন স্তরের পরিধি পার্শ্ববর্তী দক্ষিণ আমেরিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া পর্যন্ত চলে আসে। 2000 খ্রিস্টাব্দে NASA-র বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া যায় যে অ্যান্টার্কটিকা মহাদেশের ওপরের ওজোন স্তরের প্রায় 3 কোটি বর্গকিমি এলাকা জুড়ে এক বিশাল গহ্বরের সৃষ্টি হয়েছে।