বর্ষণ-তাপীয় চিত্র (Ombrothermic Chart)
Ombrothermic Diagram হল এমন একধরনের ভিন্ন একক সমন্বিত বহুরেখাচিত্র (Polygraph having different unit) যার মাধ্যমে গড় মাসিক উয়তা ও বৃষ্টিপাতের (অন্তত 30 বছরের) পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বনে কোনো ভৌগোলিক এলাকার আর্দ্র ও শুষ্ক ঋতুর সময়কাল তুলে ধরা হয়।
উৎপত্তিগত অর্থ: গ্রিক শব্দ 'Ombros' থেকে 'Ombro' শব্দটি এসেছে যার ব্যুৎপত্তিগত অর্থ বৃষ্টি বা বর্ষণ এবং এপর একটি গ্রিক শব্দ 'therm' থেকে ইংরেজিতে 'thermic' শব্দটি এসেছে যার অর্থ তাপসম্বন্ধীয় বা তাপীয়। এই দুই এদের সমন্বয়ে ইংরেজিতে 'Ombrothermic' শব্দটির উৎপত্তি হয়েছে যার বাংলায় প্রতিশব্দ হল বর্ষণ-তাপ সম্বন্ধীয়।
উদ্ভাবক: রাষ্ট্রপুঞ্জের খাদ্য-কৃষি মন্ত্রালয় (FAO) কর্তৃক 1963 সালে প্রকাশিত 'Bioclimatic Map of the Mediterranean Zone' শীর্ষক একটি প্রতিবেদনে ভূমধ্যসাগরীয় অঞ্চলের শুষ্ক ও প্রায়-শুদ্ধ এলাকা চিহ্নিতকরণের উদ্দেশে Ketothermic Index গণনার জন্য এমবার্জার (Emberger), গসিয়ান (Gaussen), কাসাস (Kassas) এবং ডি-ফিলিপস (De-Philippis) এই বর্ষণ-তাপ সম্বন্ধীয় চিত্র (Ombrothermic Diagram) রচনা করেন।
নীতি (Principle) বর্ষণ-তাপ সম্বন্ধীয় চিত্র (Ombrothermic Diagram) হল একটি ভিন্ন একক সমন্বিত কুরেখাচিত্র (Polygraph)। এই রেখাচিত্রের অনুভূমিক অক্ষে (abscissa) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরপর মাসগুলিকে বসানো হয়। উল্লম্ব অক্ষের (ordinate) বাম পার্শ্বের অক্ষে উদ্বুতা (^ C ) এবং ডান পার্শ্বে বৃষ্টিপাতের পরিমাণ (man) স্কেল অনুযায়ী বসানো হয়। প্রতিমাসের উন্নতা স্কেল অনুযায়ী বসিয়ে একটি রেখা দ্বারা যোগ করলে যে বক্ররেখা গওয়া যায় তাকে উন্নতা রেখা (Thermal Curve) বলে। অন্যদিকে বৃষ্টিপাতকে স্কেল অনুযায়ী বসিয়ে রেখা দ্বারা যুক্ত করে যে বক্ররেখাটি পাওয়া যায় তাকে বর্ষণ রেখা (Ombrographic Curve) বলা হয়।
তবে বর্ষণ-তাপ সম্বন্ধীয় চিত্র প্রস্তুতিতে স্কেল নির্ধারণে বৃষ্টিপাত ও তাপমাত্রার পারস্পরিক সম্বন্ধের একটি সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয়। এই নীতি অনুযায়ী ধরে নেওয়া হয় প্রতি। সেন্টিগ্রেড উন্নতা বৃদ্ধিতে 2 মিলিমিটার জল বাষ্পীভূত হয়। এই সম্পর্কের ওপর ভিত্তি করে যখন বহুরেখাচিত্রের দুটি বাহুতে উন্নতা ও বৃষ্টিপাতের স্কেল ধরা হয় তখন উন্নতার সাপেক্ষে বৃষ্টিপাতের স্কেল দ্বিগুণ ধরা হয়। অর্থাৎ উন্নতা যদি 'T' দ্বারা এবং বৃষ্টিপাত যদি 'R' দ্বারা উপস্থাপন করা হয় তবে এই দুই স্কেলের সম্পর্ক হবে R =2T1
উন্নতা ও বৃষ্টিপাতের এই সম্পর্কের ভিত্তিতে বর্ষণ-তাপীয় চিত্র দ্বারা সমগ্র বর্ষকে দুটি ঋতুতে বিভক্ত করা হয়-1. শুদ্ধ ঋতু (Dry or Xeric Season) ও 2. আর্দ্র ঋতু (Wet Season)।
1. শুষ্ক ঋতু (Xeric Period or Dry Season):
কোনো মাসের বৃষ্টিপাত ও উন্নতার সম্পর্ক যদি R < 2T হয় তবে সেই মাসটিকে শুষ্ক মাস হিসেবে বিবেচনা করা হবে এবং যে সময়কাল ধরে শুদ্ধ পর্যায় চলে তাকে শুদ্ধ ঋতু (Xeric or Dry Season) বলা হয়। সাধারণত বর্ষণ রেখাটি যে-বিন্দুতে উন্নতা রেখাকে অতিক্রম করে নিচে নেমে আসে ওই বিন্দু থেকেই শুষ্ক ঋতুর সূচনা হয়। এই ঋতুর ব্যাপ্তি ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত বর্ষণ রেখাটি উন্নতা রেখাকে ছেদ করে উপরে উঠে আসে।
2. আর্দ্র ঋতু (Wet Period or Season):
কোনো মাসের বৃষ্টিপাত ও উন্নতার সম্পর্ক যদি R > 2T হয় তবে সেই মাসটিকে আর্দ্র মাস হিসেবে বিবেচনা করা হবে এবং যে সময়কাল ধরে এই আর্দ্রতা থাকে তাকে আর্দ্র ঋতু (Wet Period or Season) বলা হয়। সাধারণত বর্ষণ রেখাটি যে-বিন্দুতে উন্নতা রেখা ছেদ করে উর্ধ্বমুখী হয় সেই সময় থেকে আর্দ্র ঋতুর সুচনা হয়। আর্দ্র ঋতুর ব্যাপ্তি ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত বর্ষণ রেখাটি নিম্নমুখী হয়ে উন্নতা রেখাকে অতিক্রম করে।
অঙ্কন পদ্ধতি:
1. একটি ছককাগজে অনুভূমিক সরলরেখা অঙ্কন করে (12 সেমি) X অক্ষে 12-টি মাস নির্দিষ্ট দূরত্বে (1 সেমি)পরপর বসানো হল।
2. দুটি ১ অক্ষে বাম দিকে উন্নতা ও ডান দিকে বৃষ্টিপাতকে R = 2T অনুপাত অনুযায়ী স্কেলে বসিয়ে (বৃষ্টিপাতের স্কেল। সেমিতে 30 মিলিমিটার ধরলে উন্নতার স্কেল। সেমিতে 15 deg সেন্টিগ্রেড ধরতে হবে) প্রতিমাসের উন্নতা ও বৃষ্টিপাতের পরিমাণ স্কেল অনুযায়ী বিন্দু হিসাবে বসানো হল.
3. এরপর উয়তা নির্দেশক বিন্দুগুলিকে বক্ররেখা দ্বারা যুক্ত করে উন্নতা রেখা (Thermal Curve) পাওয়া যায়। অনুরূপে বৃষ্টিপাত নির্দেশক বিন্দুগুলি যুক্ত করে বর্ষণ রেখা (Ombrographic Curve) পাওয়া যায়।
4. এরপর শুদ্ধ পর্যায় (xeric period) চিহ্নিতকরণের জন্য দুটি curve-এর মধ্যবর্তী যে অংশটির উপরে উয়ল রেখা ও নিচে বর্ষণ রেখা রয়েছে সেই অংশকে একটি রং (লাল) করে দেওয়া হল। অন্যদিকে আর্দ্র পর্যায় (wet period) চিহ্নিতকরণের জন্য দুটি ourve-এর মধ্যবর্তী যে-অংশের উপরে বর্ষণ-রেখা ও নিচে উন্নত রেখা অবস্থান করে সেই অংশটিকে আরেকটি রঙ (নীল) করে দেওয়া.