welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

আঞ্চলিমীকরণের উদ্দেশ্য (Objectives of Regionalization)

আঞ্চলিমীকরণের উদ্দেশ্য (Objectives of Regionalization)


আঞ্চলিকীকরণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি হল-

• আৰুলিকীকরণের প্রাথমিক উদ্দেশ্য হল নির্দিষ্ট কোনও। কুভাগকে সঠিকভাবে অনুধাবন এবং তার পারিসরিক ক্ষেত্র নির্ধারণ করা। যেমন-ভূ-প্রাকৃতিক দিক থেকে অঞ্চলভে চিহ্নিত করতে গিয়ে পাহাড়-পর্বত, মালভূমি, সমভূমি সহ বিভিন্ন ভৌগোলিক এককগুলিকে তাদের অবস্থানভিত্তিক পরিসরকে মান্যতা দেওয়া হয়। • অব্শ্বল সীমারিতকরণ (Region delimitation):স্থ প্রতিটি আধারকে সার্বজনীনভাবে সীমায়িত করতে আঞ্চলিকীকরণ প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়। এক্ষেত্রে, সীমায়িতকরণের মধ্য দিয়ে প্রতিটি অঞ্চল সলেয় পরিবেশ পরিস্থিতি এবং স্থানীয় উপাদানগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে। যেমন-উল্লতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতি। উপাদানগুলির ভিত্তিতে বিশ্বজলবায়ু অঞ্চলগুলিকে সীমাবদকরণ।

• আঞ্চলিকীকরণের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল অঞ্চলের নির্দিষ্ট পারিসরিক কাঠামো সুসংহতকরণ। পরোক্ষভাবে বলা যায়, দৈশিক বিন্যাস কাঠামোর সাদৃশ্যতার নীতিটিকে অক্ষুন্ন রাখতেই বিশেষজ্ঞরা আঞ্চলিকীকরণের মৌলিক নীতি গ্রহণ করে থাকেন।

• বিশ্বে সমস্ত বস্তুগত এবং অবস্তুগত অঞ্চলেরই কিছু স্বতন্ত্র প্রকৃতি তথা বৈশিষ্ট্য থাকে, যা নিধারণে আঞ্চলিকীকরণ প্রক্রিয়াকেই অন্যতম বিচার্য মানদণ্ডৰূপে গণ্য করা হয়।

• যেহেতু সমস্ত ধরনের আঞ্চলিক পরিকল্পনাগুলি একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিসরকেন্দ্রিক, তাই যেকোনো পরিকল্পনাকে সফলভাবে প্রয়োগ করতে হলে আঞ্চলিকীকরণ সম্পর্কে বাস্তব জ্ঞান থাকা একান্ত প্রয়োজন। এক্ষেত্রে কোনও একটি রাষ্ট্রীয় সীমানার পদানুক্রমিক কাঠামোয় থাকা বিভিন্ন স্থানীয় একক, এমনকি পরিকল্পনার বিভিন্ন উদ্দেশ্য এবং নীতি অনুযায়ী উন্নয়নের আবশ্যিক সূচকগুলিকে নির্দিষ্ট পরিকল্পনায় বাস্তবায়িত করা হয়।

•  আৰুলিকীকরণ কৌশলের স্প্যানিক সীমায়িতকরণ বা একত্রীকরণের নীতি উন্নয়নের কার্যকরী পদক্ষেপগুলিকে দ্রুত বাস্তবায়িত করে। বিশেষ করে, স্থানীয় কোনো সমস্যা নিরসনের পাশাপাশি সার্বিক উন্নয়নের যাবতীয় প্রচেষ্টা আঞ্চলিকীকরণের পথ ধরেই সফলতা পেয়ে থাকে।

•  প্রচেস্টার অপর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল সীমাবন্ধ আঞ্চলিক পরিসরে তথ্য বিকেন্দ্রীকরণের সুসংহত প্রচেষ্টা। মূলত, পরোক্ষভাবে সংগৃহীত স্থানীয় বিভিন্ন তথ্যের ভিত্তিতে অঞ্চলকে ছোটো ছোটো খণ্ডে বিভক্ত করে, সেগুলির মধ্যে গড়ে ওঠা পারস্পরিক সম্পর্ক একটি রাষ্ট্রের আর্থসামাজিক স্তরের কার্যকরী সম্পর্কগুলিকে দৃঢ় ভিতের ওপর প্রতিষ্ঠিত করে।

•  পৃথিবীতে প্রতিটি অঞ্চলই তার যথার্থ নামকরণের মাধ্যমে শাসনতান্ত্রিক তথা রাষ্ট্রীয় কাঠামোয় বিশেষ মর্যাদ্য পেয়ে থাকে। এক্ষেত্রে আঞ্চলিকীকরণের মুখ্য উদ্দেশ্যই হল আঞ্চলিক নামকরণ সংক্রান্ত প্রক্রিয়াটিকে যথাসম্ভব বিধিসম্মত করে তোলা।

•  কোনো একটি সমস্যাবহুল বা সম্ভাবনামূলক ভৌগোলিক ক্ষেত্রকে সঠিকভাবে বিশ্লেষণের প্রয়োজনে বিভিন্ন স্থানিক পরিসরগুলি থেকে আবশ্যিক এবং প্রয়োজনীয় একাধিক তথ্য সংগ্রহ করা হয় অথবা তথ্য সংহতিকরণের জন্য আঞ্চলিকীকরণ পদ্ধতি গ্রহণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01