বায়ুর উন্নতা পরিমাপ (Measurement of Temperature)
উদ্বুতা হল কোনো বস্তুর তাপীয় অবস্থা। অর্থাৎ বস্তুটি উয় না শীতল। উন্নতা পরিমাপের দুটি একক প্রচলিত। একটি ডিগ্রি সেলসিয়াস (° সেঃ) এবং অপরটি ডিগ্রি ফারেনহাইট (° ফাঃ)। উন্নতা যেহেতু অনুভতি মাত্র তাই স্পর্শ দ্বারা সহজে পরিমাপ করা যায় না। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উন্নতা সুক্ষ্ম ও নির্ভুলভাবে পরিমাপ করা যায়, তাকে থার্মোমিটার (Thermometer) বলে। তবে যে-কোনো বস্তুর উয়তা সাধারণ থার্মোমিটার দ্বারা পরিমাপ করা গেলেও বায়ুমণ্ডলের উদ্বুল্ল পরিমাপের জন্য বিশেষ এক ধরনের থার্মোমিটার ব্যবহার করা হয়। এই থার্মোমিটারকে সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার রলে।
সিক্সের গরিষ্ঠ ও লমিষ্ঠ থার্মোমিটার (Six's Maximum and Minimum Thermometer):
জেমস সিক্স 1782 খ্রিস্টাব্দে এই থার্মোমিটারটি উদ্ভাবন করেন। এটি এমন একটি যন্ত্র যার মাধ্যমে দিনের (24 ঘণ্টার) সর্বোত ও সর্বনিম্ন তাপমাত্রা অতি সহজে নথিভুক্ত করা যায়। এর সাহায্যে দৈনিক, মাসিক ও বার্ষিক গাড় তাপমাত্রার প্রসর নির্ণয় করা যায়। সিক্সের থার্মোমিটারের বামদিকে লঘিষ্ঠ ও ডানদিকে গরিষ্ঠ থার্মোমিটার থাকে ।
বিবরণ (Description): এই থার্মোমিটারে একটি '' আকৃতির সমব্যাসযুক্ত ফানেল থাকে। এই কাচনলের দুটি বাহুর উপর দুটি কুন্ডলি থাকে। বামদিকে থাকে লঘিষ্ঠর Minimum (A) এবং ডানদিকে থাকে গরিষ্ঠ বা Maximum (B) থার্মোমিটার। এই আকৃতির কাচনলের কিছুটা অংশ পারদপূর্ণ (চিত্রে C থেকে D পর্যন্ত) ও বাকিটা অ্যালকোহল দ্বারা পূর্ণ থাকে (চিত্রে লঘিষ্ঠ থার্মোমিটার C থেকে পুরোটা এবং গরিষ্ঠ থার্মোমিটারে D থেকে।' পর্যন্ত)। এই দুই বাহুর পারদপ্রান্তে দুটি ইস্পাতের সূচক, 1, এবং 1, অবস্যান করে। সূচক দুটি পারদের তুলনায় হালকা হওয়ায় পারদের ওপর সহজেই ভেসে থাকতে পারে। পারদতলের অবনমন ঘটলেও সূচকগুলির সঙ্গে স্প্রিং লাগানো থাকে বলে সহজেই কাচনলের গায়ে আটকে থাকে। কাচনলের বাম ও ডানদিকে বাহুর উভয় দিকে ফারেনহাইট ও সেন্টিগ্রেড স্কেল আঁকা থাকে। বাঁ দিকের থার্মোমিটার অর্থাৎ লঘিষ্ঠ থার্মোমিটারে স্কেল ওপর থেকে নিচের দিকে বাড়ে এবং ডানদিকের থার্মোমিটারে অর্থাৎ গরিষ্ঠ থার্মোমিটারে স্কেল নিচের থেকে ওপরের দিকে বাড়ে।
কার্যনীতি (Principle) বায়ুর উয়তা বাড়লে অ্যালকোহল আয়তনে বাড়ে এবং লঘিষ্ঠ থার্মোমিটারের পারদপ্রান্ত C কে নিচের দিকে ঠেলে। ফলে গরিষ্ঠ থার্মোমিটারের পারদপ্রান্ত D ওপরের দিকে ওঠে এবং সঙ্গে সঙ্গে ইস্পাতের সূচক 1,-টি ওপরের দিকে ওঠে। এইভাবে তাপমাত্রা যতক্ষণ বাড়তে থাকে ততক্ষণ পারদপ্রান্ত ওপরে উঠে এবং তার সঙ্গে সূচকটিও ওপরে উঠতে থাকে। বায়ুর উন্নতা কমে গেলে পারদপ্রান্ত নিচে নামে কিন্তু সূচকটি (1) নিজের স্থানে অবস্থান করে এবং দিনের সর্বোচ্চ উন্নতা নির্দেশ করে।
অপরদিকে বায়ুর উন্নতা কমে গেলে লঘিষ্ঠ থার্মোমিটারের অ্যালকোহল সংকুচিত হয়, ফলে পারদপ্রাপ্ত ওপরের দিকে উঠতে থাকে। সেই সঙ্গে সূচক (1) টিও পারদপ্রান্তের চাপে ওপরের দিকে ওঠে। যতক্ষণ বাতাসের উন্নতা কমতে থাকে ততক্ষণ লঘিষ্ঠ থার্মোমিটারের অ্যালকোহল সংকুচিত হতে থাকে। ফলে সূচকটিও ওপরের দিকে উঠতে থাকে। পুনরায় বায়ুর উয়তা বৃদ্ধি পেলে অ্যালকোহল আয়তনে বাড়তে থাকে এবং পারদপ্রান্ত নিচের দিকে নামতে শুরু করে। কিন্তু সূচকটি (1) একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সূচকটির নিম্নপ্রান্ত ওই দিনের সর্বনিম্ন উন্নতা নির্দেশ করে।
পাঠ গ্রহণ পদ্ধতি (Method of Recording Readings)
বামদিকের লঘিষ্ঠ থার্মোমিটারের সূচকটির (1) এপ্রপ্রান্তের অবস্থান দেখে সর্বনিম্ন তাপমাত্রা এবং ডানদিকের গরিষ্ঠ থার্মোমিটারের সূচকটির (1) নিম্নপ্রান্ত দেখে সর্বোচ্চ এপমাত্রা নথিভুক্ত করা হয়। প্রতি 24 ঘণ্টা অন্তর নির্দিষ্ট সময়ে বায়ুমন্ডলের সর্বোচ্চ ও সর্বনিম্ন উন্নতা নথিভুক্ত করা উচিত। গ্রহণ শেষে সূচক দুটিকে (1) এবং 1,) চুম্বকের সাহায্যে লঘিষ্ঠ ও গরিষ্ঠ থার্মোমিটারের পারদপ্রান্তে লাগিয়ে দিতে হবে।
উষ্ণতা নির্ণয় (Measuring temperature) থার্মোমিটার দ্বারা কোনো দিনের সর্বাধিক ও সর্বনিম্ন উন্নতার মান জনতে পারা যায়। এই মান থেকে ওই দিনের গড় তাপমাত্রা (Average Temperature) এবং উয়তার প্রসর (Range of Temperature) ইত্যাদি নির্ণয় করা যায়।
1. উন্নতার প্রসর (Range of Temperature) সর্বোচ্চ (maximum) সর্বনিম্ন (minimum) তাপমাত্রা
29.5°C-22 C
-75C
2. গড় তাপমাত্রা (Average Temperature) =সর্বোচ্চ (Maximum) সর্বনিম্ন (minimum) তাপমাত্রা
(295+22)°C 2 = 25.75°C