welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বায়ুমণ্ডলীয় চাপের পরিমাপ (Measurement of Atmospheric Pressure)


বায়ুমণ্ডলের চাপ টরিসেলির পরীক্ষার দ্বারা করা হয়।

টরিসেলির পরীক্ষা (Torricelli's Experiment): একটি একমুখ খোলা 1 মিটার লম্বা সমান ব্যাসযুক্ত পুরু কাচনলকে পারদ দিয়ে ভরে একটি পারদ ভরতি পাত্রে উপুড় করে খাড়া অবস্থায় রাখলে দেখা যাবে পারদ কিছুটা নেমে এসে একটি নির্দিষ্ট উচ্চতায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরিমাপ করলে দেখা যাবে, পারদ পাত্রের উপরিতল থেকে কায়নলের ভিতর পারদের উপরিতলের উচ্চতা হবে 76 সেমি বা ১০ ইঞ্চি উরিসেলির ব্যাখ্যা অনুযায়ী নলের মধ্যস্থিত পারদ-স্তত্বের উচ্চতা বায়ুর চাপের ওপর নির্ভরশীল। বায়ুর চাপ বৃদ্ধি পেলে পারদ-স্তম্ভের উচ্চতা বাড়ে এবং বায়ুর চাপ কমলে পারদ-স্তত্বের উচ্চতা কমে। পাত্রের পারদের ওপর বায়ুর নিম্নমুখী চাপের ফলে পারদ নলের ভিতর দিয়ে ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। এই চাপই নলের পারদকে উর্ধ্বে ধরে রাখে। বায়ুর এই চাপ না থাকলে অভিকর্ষের টানে নলের ভিতরের পারদ নিচে নেমে আসত। অতএব বল যায়, বায়ুমণ্ডলের চাপ নলের পারদ স্তম্ভের উচ্চতা। যেহেতু পারদ-স্তম্ভের ওজন স্তম্ভের দৈর্ঘ্যের সমানুপাতিক, তাই বায়ুমন্ডলের চাপ পারদ স্তন্তের দৈর্ঘ্য দ্বারা প্রকাশ করা হয়।

বায়ুমণ্ডলের চাপ (P) = hpg

h =পারদ স্তম্বের উল্লম্ব উচ্চতা

P =পারদের ঘনত্ব

g= অভিকর্ষজ ত্বরণ

সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ 76 সেমি উচ্চ পারদ-স্তস্তকে ধরে রাখতে সক্ষম। অতএব বলা যায়, বায়ুমণ্ডলের চাপ 76 সেমি উচ্চতা বিশিষ্ট পারদ স্তম্ভের সমান।

সি.জি.এস. পদ্ধতিতে বায়ুমণ্ডলের চাপ (p):

P = h*varphi_{X}

= 76 * 1.596 * 9806 ডাইন/বর্গসেমি

1013250-58 ডাইন/বর্গসেমি

বা, 1-01325058 10° ডাইন/বর্গসেমি

h = 76.01f2L p.

13-59% গ্রাম/ঘনসেমি

৪= 9806 ডাইন/বর্গসেমি

আবহবিদ্যায় বায়ুমন্ডলের চাপকে বার (bar) ও মিলিবারে (miliar) প্রকাশ করা হয়।

বায়ুর চাপ= 1.01325058 * 10 deg ভাইন / বর্গসেমি

বা, বায়ুর চাপ 1-01325058 বার (1 বার 17 ডাইন/বর্গ সেমি)

বা, বায়ুর চাপ 101325058 10° মিলিবার 1013-25058 মিলিবার (1 বার 10 মিলিবার)

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01