welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চল(Major Climatic Regions of World)

পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চল(Major Climatic Regions of World)


ভূমিকা (Introduction):

মানুষের কর্মধারায় যে সমস্ত উপাদান অগ্রণী ভূমিকা গ্রহণ করে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল জলবায়ু। কৃষিপ্রণালী ও শস্যের বৈচিত্রা, শিল্পস্থাপন, জনবসতি গড়ে ওঠা, মানুষের বাসস্থান, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ইত্যাদি বিষয়গুলি জলবায়ুর দ্বারাই নিয়ন্ত্রিত হয়। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির কার্যকারিতা পৃথিবীর সর্বত্র সমান নয় বলে পৃথিবীর বিভিন্ন স্থানে বৈচিত্র্যপূর্ণ জলবায়ু লক্ষ করা যায়। এজন্য প্রতিটি জলবায়ু এক-একটি জলবায়ু অঞ্চলে বিভক্ত হয়েছে। একটি জলবায়ু অঞ্চলের অন্তর্গত মানুষের কার্যাবলি অন্য জলবায়ুর অন্তর্গত মানুষের কার্যাবলি থেকে পৃথক। এজন্য একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কোনো জলবায়ু এবং জলবায়ু অঞ্চল সম্বচ্ছে জ্ঞান লাভ করা অত্যন্ত জরুরি। জলবায়ুর গুরুত্ব উপলব্ধি করে বহু আবহাওয়া বিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পৃথিবীর জলবায়ুর শ্রেণিবিন্যাস তথা সমগ্র পৃথিবীকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন।

সংজ্ঞা ও প্রকৃতি (Definition and Nature):

এক বা একাধিক প্রাকৃতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উপাদানের প্রায় একই প্রকার বৈশিষ্ট্যযুক্ত স্থানগুলিকে একত্রে অঞ্চল বলে। অনুরূপভাবে, ভূপৃষ্ঠের কোনো বিস্তীর্ণ অঞ্চলের জলবায়ুর উপাদানগুলির (উন্নতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুর গতিবেগ, মেঘাচ্ছন্নতা, বাষ্পীভবন ইত্যাদি) চরিত্র মোটামুটি একই রকম হলে, সেই ৩৭লকে জলবায়ু অঞ্চল বলে।

প্রধানত বৃষ্টিপাত ও উন্নতার তারতম্যের ওপর ভিত্তি করে জলবায়ু অঞ্চল নির্ণয় করা হয়। যেমন-নিরক্ষীয় জলবায়ু অন্যল, ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চল, উন্ন মবু জলবায়ু অঞ্চল ইত্যাদি। পৃথিবীতে এরূপ 11টি প্রধান জলবায়ু অঞ্চল রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01