প্রধান জলবায়ু অঞ্চলসমূহ (Major Climatic Group)
আধুনিক আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান উক্ত ব্যাখ্যাগুলি থেকে অলিভার তিন ধরনের জলবায়ু অঞ্চলের উপস্থাপনা করেন এবং এগুলির অবস্থান সহজে বোঝানোর জন্য একটি কাল্পনিক চিত্রের উপস্থাপনা করেন (চিত্র: 21.14)। অলিভার বর্ণিত তিনটি জলবায়ু অঞ্চল হল-
1. প্রধান ও উপপ্রধান অঞ্চল (Dominant and Sub-dominant Regimes):
(a) প্রধান অঞ্চল (Dominant regimes):কোনো নির্দিষ্ট বায়ুপুঞ্জ সারাবছর ধরে যে এলাকায় আধিপত্য বিস্তার করে, অলিভার সেই অঞ্চলকে প্রাধান্য বিস্তারকারী অঞ্চল হিসেবে অভিহিত করেছেন।
(b) উপপ্রধান অক্রল (Sub-dominant regimes):যে অঞ্চলে বছেেরর অধিকাংশ সময় ধরে কোনো নির্দিষ্ট একটি বায়ুপুঞ্জ আধিপত্য বিস্তার করে, তাতে উপপ্রধান অঞ্চল বলে।
2) ঋতুভিত্তিক অঞ্চল (Seasonal regimes): ঋতুভিত্তিক অঞ্চল বলতে অলিভার সেই সমস্ত অঞ্চলকে বুঝিয়েছেন যেখানে কোনো একটি নির্দিষ্ট বায়ুপুর বছরের অর্ধেক সময় জুড়ে আধিপত্য বিস্তার করে।
(3) মিশ্র অঞ্চল (Compound regimes): দুটির পরিবর্তে ঋতুভেদে পর্যায়ক্রমে তিনটি বায়ুপুঞ্জের প্রভাব থাকলে উক্ত অঞ্চলে কোনো সুনিদিষ্ট বায়ুপুঞ্জের আধিপত্য থাকে না। অলিভার এই অঞ্চলকেই মিশ্র অঞ্চল হিসেবে অভিহিত করেছেন।