welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

প্রধান জলবায়ু অঞ্চলসমূহ (Major Climatic Group)

প্রধান জলবায়ু অঞ্চলসমূহ (Major Climatic Group)


আধুনিক আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান উক্ত ব্যাখ্যাগুলি থেকে অলিভার তিন ধরনের জলবায়ু অঞ্চলের উপস্থাপনা করেন এবং এগুলির অবস্থান সহজে বোঝানোর জন্য একটি কাল্পনিক চিত্রের উপস্থাপনা করেন (চিত্র: 21.14)। অলিভার বর্ণিত তিনটি জলবায়ু অঞ্চল হল-

1. প্রধান ও উপপ্রধান অঞ্চল (Dominant and Sub-dominant Regimes):

(a) প্রধান অঞ্চল (Dominant regimes):কোনো নির্দিষ্ট বায়ুপুঞ্জ সারাবছর ধরে যে এলাকায় আধিপত্য বিস্তার করে, অলিভার সেই অঞ্চলকে প্রাধান্য বিস্তারকারী অঞ্চল হিসেবে অভিহিত করেছেন।

(b) উপপ্রধান অক্রল (Sub-dominant regimes):যে অঞ্চলে বছেেরর অধিকাংশ সময় ধরে কোনো নির্দিষ্ট একটি বায়ুপুঞ্জ আধিপত্য বিস্তার করে, তাতে উপপ্রধান অঞ্চল বলে।

2) ঋতুভিত্তিক অঞ্চল (Seasonal regimes): ঋতুভিত্তিক অঞ্চল বলতে অলিভার সেই সমস্ত অঞ্চলকে বুঝিয়েছেন যেখানে কোনো একটি নির্দিষ্ট বায়ুপুর বছরের অর্ধেক সময় জুড়ে আধিপত্য বিস্তার করে।

(3) মিশ্র অঞ্চল (Compound regimes): দুটির পরিবর্তে ঋতুভেদে পর্যায়ক্রমে তিনটি বায়ুপুঞ্জের প্রভাব থাকলে উক্ত অঞ্চলে কোনো সুনিদিষ্ট বায়ুপুঞ্জের আধিপত্য থাকে না। অলিভার এই অঞ্চলকেই মিশ্র অঞ্চল হিসেবে অভিহিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01