ভারতের প্রধান কৃষি-বাস্তু সংস্থানিক অঞ্চলসমূহ (The Main Agro Ecological Region of India)
ভারতের বিস্তীর্ণ ভূখন্ডের পরিকল্পিত আঞ্চলিকীকরণের মাধ্যমে যে 20-টি প্রধান এবং 60-টি কৃষি-বাস্তু সংস্থানিক উপ-অঞ্চল নির্ধারণ করা হয়েছে, সেগুলি হল-
শীতল শুদ্ধ অগভীর কঙ্কালসার মৃত্তিকাসহ বাস্তু সংস্থানিক অঞ্চল (Cold Arid Eco-region with Shallow Skeletal Soils)
• অবস্থান ও আয়তন: ভারতের কৃষি-বাস্তু সংস্থানিক এই অঞ্চলটি উত্তর-পশ্চিম হিমালয়ের কেন্দ্রশাসিত লাদাখ এবং গিলগিট জেলার প্রায় 15-2 মিলিয়ন হেক্টর (m ha) অঞ্চল নিয়ে গঠিত। এটি ভারতের মোট ভৌগোলিক এলাকার প্রায় 4-7 শতাংশ (329 m ha) প্রতিনিধিত্ব করে থাকে।
• কৃষিসহায়ক জলবায়ু (1) এই অঞ্চলটিতে মৃদু গ্রীষ্ম এবং তীব্রশীতের প্রাধান্য রয়েছে। (৪) এখানকার বার্ষিক গড় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের কম। (iii) বার্ষিক গড় বৃষ্টিপাতও 150 মিলিমিটারেরও কম। (iv) সমগ্র এলাকায় বার্ষিক সম্ভাব্য বাষ্পীয় প্রস্বেদন (PET)- এর 15 শতাংশ কম। (v) প্রচণ্ড শীতলতার কারণে এখানে ক্রমবর্ধমান সময়ের দৈর্ঘ্য (LGP) বার্ষিক 90 দিনের বেশি হয় না।
• মৃত্তিকা অঞ্চলটির উঁচু মালভূমিময় উত্তরের অংশগুলি স্থায়ীভাবে তুষার দ্বারা আচ্ছাদিত থাকায় সেখানকার মাটি সম্পূর্ণরূপেই অনুর্বর প্রকৃতির। কিন্তু এর বিপরীত প্রান্তের মৃদু ঢালু সমতল উপত্যকায় কঙ্কালসার চুনযুক্ত (ক্ষারীয়) মাটি রয়েছে, যেখানে জৈব পদার্থের পরিমাণ কম থেকে মাঝারি। লাদাখ সিরিজের এই ধরনের মৃত্তিকা "Cryorthent" শ্রেণিভুক্ত।
• ভূমি ব্যবহারগত দিক: সংশ্লিষ্ট কৃষি অঞ্চলে চাষযোগ্য জমি এবং উদ্ভিদের প্রাধান্য খুব কম থাকলেও এখানকার মাত্র 2-5 শতাংশ এলাকা বপনযোগ্য (Plantable)। এখানকার প্রায় 11-2 শতাংশ জমিই অ-কৃষিযোগ্য (fallows)। * সমগ্র অঞ্চলটির বপনযোগ্য এলাকার 1-2 শতাংশে ফল (বিশেষত আপেল এবং এপ্রিকট) এবং শাকসব্জির চাষ করা হয়। ◇ বাজরা, গম, পশুখাদ্য (আলফালফা), ডাল এবং বার্লি- এই পাঁচটি ফসল জমিপিছু 400 থেকে প্রায় 700 কেজি/ হেক্টর পাওয়া যায়। ও এখানকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পশমের জন্য খচ্চর, ভেড়া, পার্বত্য ছাগল এবং ইয়াক প্রতিপালনের প্রাধান্য করেছে।
লাদাখ মালভূমির পূর্ব দিকে: Cold Hyper Arid Eco Sub Region(ESR)লাদাখ মালভূমি এবং উত্তর কাশ্মীর হিমালয়ের পশ্চিম দিকে: Cold to Cool Typic-Arid Eco Sub Region (ESR)
• প্রধান সমস্যা (1) দুর্গম জলবায়ুগত প্রতিকূলতা, (ii) অগভীর, বালুকাময় এবং পাথরযুক্ত মাটি, (iii) সংকীর্ণ