welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বিশ্ব উন্নায়ন ও গ্রিনহাউস প্রভাব প্রতিরোধে গৃহীত আন্তর্জাতিক চুক্তি ও সহযোগিতা(International treaties and Cooperations for preventing of Green house effect and Global warming)

2 min read

বিশ্ব উন্নায়ন ও গ্রিনহাউস প্রভাব প্রতিরোধে গৃহীত আন্তর্জাতিক চুক্তি ও সহযোগিতা(International treaties and Cooperations for preventing of Green house effect and Global warming)


বিশ্ব উন্নায়ন ও গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন দেশ, সরকারি সংস্থা, NGO পারস্পরিক সহায়তায় নানা প্রকারের উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ করতে ওইসব দেশগুলি পরস্পরের মধ্যে একাধিক সম্মেলন ও চুক্তি সম্পাদন করেছে। বিশ্ব উন্নায়ন সংক্রান্ত উল্লেখযোগ্য আন্তর্জাতিক সম্মেলনগুলি নিচে আলোচনা করা হল-

1. বিশ্ব জলবায়ু সম্মেলন: 1979 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের রাজধানী জেনিভাতে WMO-এর তত্ত্বাবধানে বিশ্ব উন্নায়ন সম্পর্কিত একটি সম্মেলন আহ্বান করা হয়। এই সম্মেলনে মানুষের অবিবেচনাপ্রসূত কার্যের কারণে বায়ুমণ্ডলে CO, -এর পরিমাণ বৃদ্ধি পাওয়া ও এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।

2. টরোন্টো সম্মেলন: 1988 খ্রিস্টাব্দে কানাডার টরোন্টো শহরে অনুষ্ঠিত জলবায়ু-সংক্রান্ত একটি সম্মেলনে উন্নত দেশগুলিকে 2005 খ্রিস্টাব্দের মধ্যে CO, নির্গমন 20% কমানোর কথা বলা হয়।

3. বসুন্ধরা সম্মেলন: 1992 খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও-ডি-জেনিরো শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধ করার ওপর জোর দেওয়া হয়।

4. কিয়েটো প্রোটোকল: 1997 খ্রিস্টাব্দে জাপানের কিয়েটো শহরে অনুষ্ঠিত গ্রিনহাউস গ্যাস-সংক্রান্ত চুক্তিতে এই গ্যাসগুলির উৎপাদন বন্ধের কর্মসূচি নেওয়া হয়। 2006 খ্রিস্টাব্দ পর্যন্ত এই চুপ্তিতে 170টি দেশ স্বাক্ষর করেছে। এই চুক্তিতে গ্রিনহাউস গ্যাস বন্ধের উদ্দেশ্যে 'কার্বন ব্যাবসা' (Carbon trade)-এর কথা বলা হয়।

5. বালি সম্মেলন: 2007 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্ব উন্নায়ন রোধে প্রযুক্তিগত উদ্ভাবনের কথা বলা হয়।

6. কোপেনহেগেন সম্মেলন: 2009 খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেন-এ অনুষ্ঠিত এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে গ্রিনহাউস গ্যাস নির্গমনসংক্রান্ত একগুচ্ছ রূপরেখা নেওয়া হয়।

7. কানকুল সম্মেলন: 2010 খ্রিস্টাব্দে মেক্সিকোয় অনুষ্ঠিত এই সম্মেলনে গ্রিনহাউস প্রভাব রোধে একগুচ্ছ পরিকল্পনা ও চুক্তি সম্পাদন করা হয়।

৪. ডারবান সম্মেলন: 2011 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্ব জুড়ে গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

9. দোহা সম্মেলন: 2012 খ্রিস্টাব্দে দোহা সম্মেলনে 'জলবায়ু গেটওয়ে প্যাকেজ' গ্রহণ করা হয়।


10. প্যারিস সম্মেলন: 2015 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত সম্মেলনটিতে বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিষয়ে উষ্মা প্রকাশ করা হয় এবং একে প্রতিরোধের উপায় অবলম্বনের ওপর জোর দেওয়া হয়। এর সঙ্গে চুক্তি করা হয় যে, প্রতিটি দেশই বিভিন্ন ক্ষেত্রে 55% গ্রিনহাউস উৎপাদন কমিয়ে দেবে।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01