welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

আঞ্চলিক বৈচিত্র্যের গুরুত্ব (Importance of Regional)

আঞ্চলিক বৈচিত্র্যের গুরুত্ব (Importance of Regional)


ধারণাটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। যেমন-

(i)আঞ্চলিক উচিসংস্কৃতি এবং প্রাকৃতিক পরিবেশের পারস্পরিক নির্ভরতার বিষয়টিকে বৈচিত্র্যের মাধ্যমেই উপস্থি করা যায়। 


(ii) বৈচিত্র্য শুধুমাত্র কতকগুলি বিশেষ সত্ত্বার সমাহার নয়, বরং জানার উপায়গুলিকেও বৈচিত্র্য অন্তর্ভুক্ত করে থাকে। 


(iii) বৈচিত্রা দৃষ্টিভঙ্গি, মানুষের চিরাচরিত বিশ্বাস এবং অভিজ্ঞতার সমৃদ্ধি ঘটিয়ে উন্নয়নের আঞ্চলিক লক্ষ্যকে আরও ভালো তথ্য সংগ্রহ, সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের দিকে পরিচালিত করে। 


(iv) বৈচিত্র্যের পরিমন্ডল মানুষের জন্য ব্যক্তিগত, সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক বিশেষাধিকার বজায় রাখে। 


(V) বৈচিত্র্যের সমন্বয়ী ভাবনা জনজীবনে সমস্ত ধরানের আর্থসামাজিক বৈষম্য দূর করতে বিশেষ অনুপ্রেরণা জোগায়।


(vi) বৈচিত্র্যের ধারণা আঞ্চলিক উন্নয়নের বিভিন্ন নৈতিক কার্যাবলীর গ্রহণযোগ্যতাকে অন্তর্ভুক্ত করে। 


(vii) বৈচিত্র্যের সমন্বয়ী ভাবধারা ইতিবাচকভাবে পরম্পরা রক্ষা, সহযোগিতা, শ্রদ্ধা, উৎসাহ প্রভৃতির মাধ্যমে বাড়ি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01