চির হিমায়িত অঞ্চল (Ice cap climatic region)
উভয় গোলার্ধে মেরুবিন্দু সংলগ্ন অঞ্চলগুলি সারাবছর ধরে বরফাবৃত থাকায় এই অঞ্চলগুলিতে তুন্দ্রা জলবায়ুর তুলনায় একটু ভিন্ন ধরনের জলবায়ুগত বৈশিষ্ট্য লক্ষ করা যায়।
• ভৌগোলিক অবস্থান (Geographical Location)
A. অক্ষাংশগত অবস্থান উভয় গোলার্ধে 75° অক্ষরেখা থেকে মেবুবিন্দু পর্যন্ত চির তুষারাবৃত অঞ্চল এই জলবায়ুর অন্তর্গত।
B. দেশীয় অবস্থান উত্তর গোলার্ধে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের অধিকাংশ অঞ্চল, আর্কটিক কানাডার অন্তর্ণর দ্বীপপুঞ্জগুলি এবং রাশিয়ার উত্তরদিকে আর্কটিক সাগর সংলগ্ন কিছু ভূভাগ এই অঞ্চলের অন্তর্গত।
• চির হিমায়িত অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য (Characteristics of ice cap climate)
1. উন্নতা সংক্রান্ত বৈশিষ্ট্য:
(i) অত্যন্ত শীতল। সারাবছর ধরেই শীতঋত্ব বিরাজ করে। এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করে।
(ii) বছরে 2 থেকে 4 মাস একটানা সূর্যালোকের উপস্থিতি থাকলেও এতটাই তির্যকভাবে পড়ে যে অঞ্চলটির উন্নতা হিমাঙ্কের ওপরে আসার জন্য যথেষ্ট নয়।
(iii)উন্নতম মাসের গড় তাপমাত্রা -25° সেঃ থেকে ১০° সেঃ এবং শীতলতম মাসে-50° সেঃ-এর নিচে নেমে যায়।
2. বায়ুচাপ ও বায়ুপ্রবাহ সংক্রান্ত বৈশিষ্ট্য:
(i) অত্যন্ত শীতল আবহাওয়া এবং কম সৌর বিকিরণ লাভ করায় এখানে সর্বদাই উচ্চচাপ বিরাজ করে।
(ii) এই অঞ্চল প্রধানত উত্তর-পূর্ব ও দক্ষিণ পূর্ব মেরু বায়ু দ্বারা প্রভাবিত।
3. মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্য:
(i)এই অঞ্চলে বার্ষিক 8-10 সেমি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়।
(ii) এখানে প্রধানত তুষারপাত রূপেই অধঃক্ষেপণ ঘটতে দেখা যায়।
(iii) সারাবছর ধরে উচ্চচাপ বিরাজ করায় এই অঞ্চলে মেঘের বিকাশ ঘটে না। আকাশ সর্বদাই পরিচ্ছন্ন থাকে।
• স্বাভাবিক উদ্ভিদ (Natural Vegetation)
উদ্ভিদ বিকাশের প্রতিকূল পরিবেশের কারণে চির হিমায়িত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ খুব একটা দেখা যায় না। কারণ সমগ্র ভূভাগই বরফাবৃত হওয়ায় উদ্ভিদ জন্মাতে পারে না।
• প্রাণীগোষ্ঠী (Animals):
চির হিমায়িত অঞ্চলে উদ্ভিদের কোনো অস্তিত্ব না থাকলেও কিছু কিছু বিশেষ ধরনের প্রাণী লক্ষ করা যায়। মো ভাল্লুক (Polar bears) ও পেঙ্গুইন (Penguins) এখানকার প্রধান প্রাণীগোষ্ঠী।