welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

চির হিমায়িত অঞ্চল (Ice cap climatic region)

চির হিমায়িত অঞ্চল (Ice cap climatic region)


উভয় গোলার্ধে মেরুবিন্দু সংলগ্ন অঞ্চলগুলি সারাবছর ধরে বরফাবৃত থাকায় এই অঞ্চলগুলিতে তুন্দ্রা জলবায়ুর তুলনায় একটু ভিন্ন ধরনের জলবায়ুগত বৈশিষ্ট্য লক্ষ করা যায়।

• ভৌগোলিক অবস্থান (Geographical Location)

A. অক্ষাংশগত অবস্থান উভয় গোলার্ধে 75° অক্ষরেখা থেকে মেবুবিন্দু পর্যন্ত চির তুষারাবৃত অঞ্চল এই জলবায়ুর অন্তর্গত।

B. দেশীয় অবস্থান উত্তর গোলার্ধে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের অধিকাংশ অঞ্চল, আর্কটিক কানাডার অন্তর্ণর দ্বীপপুঞ্জগুলি এবং রাশিয়ার উত্তরদিকে আর্কটিক সাগর সংলগ্ন কিছু ভূভাগ এই অঞ্চলের অন্তর্গত।

• চির হিমায়িত অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য (Characteristics of ice cap climate)

1. উন্নতা সংক্রান্ত বৈশিষ্ট্য:

(i) অত্যন্ত শীতল। সারাবছর ধরেই শীতঋত্ব বিরাজ করে। এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে অবস্থান করে।

(ii) বছরে 2 থেকে 4 মাস একটানা সূর্যালোকের উপস্থিতি থাকলেও এতটাই তির্যকভাবে পড়ে যে অঞ্চলটির উন্নতা হিমাঙ্কের ওপরে আসার জন্য যথেষ্ট নয়।

(iii)উন্নতম মাসের গড় তাপমাত্রা -25° সেঃ থেকে ১০° সেঃ এবং শীতলতম মাসে-50° সেঃ-এর নিচে নেমে যায়।

2. বায়ুচাপ ও বায়ুপ্রবাহ সংক্রান্ত বৈশিষ্ট্য:

(i) অত্যন্ত শীতল আবহাওয়া এবং কম সৌর বিকিরণ লাভ করায় এখানে সর্বদাই উচ্চচাপ বিরাজ করে।

(ii) এই অঞ্চল প্রধানত উত্তর-পূর্ব ও দক্ষিণ পূর্ব মেরু বায়ু দ্বারা প্রভাবিত।

3. মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্য:

(i)এই অঞ্চলে বার্ষিক 8-10 সেমি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়।

(ii) এখানে প্রধানত তুষারপাত রূপেই অধঃক্ষেপণ ঘটতে দেখা যায়।

(iii) সারাবছর ধরে উচ্চচাপ বিরাজ করায় এই অঞ্চলে মেঘের বিকাশ ঘটে না। আকাশ সর্বদাই পরিচ্ছন্ন থাকে।

• স্বাভাবিক উদ্ভিদ (Natural Vegetation)

উদ্ভিদ বিকাশের প্রতিকূল পরিবেশের কারণে চির হিমায়িত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ খুব একটা দেখা যায় না। কারণ সমগ্র ভূভাগই বরফাবৃত হওয়ায় উদ্ভিদ জন্মাতে পারে না।

• প্রাণীগোষ্ঠী (Animals):

চির হিমায়িত অঞ্চলে উদ্ভিদের কোনো অস্তিত্ব না থাকলেও কিছু কিছু বিশেষ ধরনের প্রাণী লক্ষ করা যায়। মো ভাল্লুক (Polar bears) ও পেঙ্গুইন (Penguins) এখানকার প্রধান প্রাণীগোষ্ঠী।

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01