welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

উষ্ণ প্রায় শুদ্ধ অগভীর এবং মাঝারি কালো মাটি সমন্বিত বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot semi-arid eco-region with shallow and medium black soils)

উষ্ণ প্রায় শুদ্ধ অগভীর এবং মাঝারি কালো মাটি সমন্বিত বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot semi-arid eco-region with shallow and medium black soils)


• অবস্থান ও আয়তন: এটি কেন্দ্রীয় দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমাংশ, মহারাষ্ট্র, কর্ণাটকের উত্তর অংশ এবং অস্ত্র প্রদেশের পশ্চিম অংশ সমেত প্রায় 31-0 মিলিয়ন হেক্টর (ভারতের প্রায় 9:5 শতাংশ) এলাকা নিয়ে বিস্তৃত।

• কৃষি সহায়ক জলবায়ু (1) অঞ্চলটিতে তীব্র আর্দ্র গ্রীষ্মকাল এবং মৃদু ও শুদ্ধ শীত ঋতুর প্রাধান্য দেখা যায়। (ii) এখানকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 600-1000 মিমি। (iii) PET বার্ষিক চাহিদার 40 শতাংশ পূরণে সক্ষম। 

মৃত্তিকা এখানকার বেশিরভাগ আংশে অগভীর দোআঁশ, কঙ্কালসার এবং মাঝারি থেকে অধিক চুনযুক্ত এঁটেল মাটির প্রাধান্য রয়েছে। • ভূমির ব্যবহারগত দিক: ও অঞ্চলটিতে বৃষ্টির পর্যায়কালটি যথেষ্ট বেশি হওয়ার কারণে প্রাক্-শুদ্ধ সময়গুলিতেও অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবরে মাটির স্বল্প আর্দ্রতাকে কাজে লাগিয়ে চাষ করা হয়। ও এখানকার বেশিরভাগ অংশে আর্দ্র অঞ্চলে বর্ষার পর জোয়ার, কুসুম, সূর্যমুখী এবং সেচসেবিত অঞ্চলে তুলা, চীনাবাদাম প্রভৃতির চাষ লক্ষ্য করা যায়। শাজরাভূমির উষ্ণ শুদ্ধ প্রায় অগভীর এবং মাঝারি দোআঁশ কালো মত্তিকা অঞ্চল (LGP বছরে 90-120 দিন)। (b) • উপবিভাগ। অঞ্চলটির চারটি উল্লেখযোগ্য উপ-আংশ হল-(৯) দক্ষিণ-পশ্চিম মহারাষ্ট্র এবং উত্তর কর্ণাটক মধ্য ও পশ্চিম মহারাষ্ট্র মালভূমি, উত্তর কর্ণাটক মালভূমি এবং উত্তর-পশ্চিম তেলেঙ্গানা মালভূমির উষ্ণ-আর্দ্র শুদ্ধপ্রায় অগভীর এবং মাঝারি দোআঁশ থেকে এঁটেল কালো মৃত্তিকা অঞ্চল (LGP বছরে 120-150 দিন)। (c) পূর্ব মহারাষ্ট্রের উক্ত আর্দ্রপ্রায় মাঝারি-গভীর এঁটেল কালো মুক্তিকাযুক্ত মালভূমিময় অঞ্চল (LGP বছরে 120-150 দিন) এবং (d) উত্তর স্যাদ্রি এবং পশ্চিম কর্ণাটক মালভূমির উষ্ণ, শুদ্ধ জলাবদ্ধ অঞ্চল।

• সমস্যা: (১) দীর্ঘ শুষ্ক ঋতুকালীন সময়ে এখানকার ফসলের বৃদ্ধি ব্যাহত হয়। (ii) এখানে মাটির ক্ষয়প্রবণতার হার যথেস্ট বেশি। (iii) মাটিতে নাইট্রোজেন, ফসফরাস এবং জিঙ্ক-এর মতো প্রয়োজনীয় উপাদানের যথেষ্ট ঘাটতি দেখা যায়। (১৬) অঞ্চলটির আহমেদনগরের কিছু অংশ, যেমন- সোলাপুর, সাংলির পূর্ব অংশ, সাতারার পূর্ব অংশ, ওসমানবাদ, মহারাষ্ট্রের লাতুর এবং কর্নাটকের বিদর, গুলবাগী, বিজাপুর, ধারওয়াদ প্রভৃতি অংশে প্রতি তিন বছরে একবার যথেষ্ট। 



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01