উষ্ণ শৃদ্ধপ্রায় লোহিত এবং কালো মৃত্তিকা বিশিষ্ট বাস্তু সংস্থানিক অঞ্চল(Hot semi-arid eco-region with red and black soils)
• অবস্থান ও আয়তন: অঞ্চলটি দাক্ষিণাত্য (তেলেঙ্গানা। মালভূমি এবং অস্ত্রপ্রদেশের পূর্বঘাট পার্বত্য অঞ্চলের কিছু অংশ সমেত প্রায় 16-5 মিলিয়ন হেক্টর (ভারতের 5-2 শতাংশ। এলাকা জুড়ে বিস্তৃত।
(1) অঞ্চলটিতে তীব্র এবং শুষ্ক গ্রীষ্ম এবং মৃদু শুদ্ধ শীত ঋতুর প্রাধান্য রয়েছে।
(i) এখানকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 600-1100 মিমি। (ii) PET-র মাত্রা এখানকার বার্ষিক চাহিদার 35-40 শতাংশ। (iii) এখানকার LGP বছরে 90-150 দিনের মধ্যে সীমাবদ্ধ।
মৃত্তিকা অঞ্চলটির মৃদু থেকে মাঝারি ঢালু অঞ্চলে লোহিত মৃত্তিকা (চুনহীন) ছাড়াও কার্পাস চাষের উপযোগী কালো এঁটেল জাতীয় (চুনযুক্ত) আর্দ্র মৃত্তিকা লক্ষ্য করা যায়।
• ভূমির ব্যবহারগত দিক। এখানকার আর্দ্র ভূমিভাগগুলিতে কৃষিজ ফসল রূপে জোয়ার, তুলা, ধান, চীনাবাদাম এবং রেড়ি জাতীয় খারিফ ফসল চাষ করা হয়। এ ছাড়াও বর্ষা-পরবর্তী শুদ্ধ আবহাওয়ায় জোয়ার, সূর্যমুখী, কুসুম এবং তৈলবীজ জাতীয় রবিশসোর চাষ করা হয়।
• উপবিভাগ অঞ্চলটির তিনটি উপ-অংশ হল-(a) উষ্ণ শুষ্ক প্রায় দক্ষিণ তেলেঙ্গানা মালভূমি (রায়ালসীমা) এবং পূর্বঘাট পার্বত্য তেলেঙ্গানার মালভূমি অঞ্চল (বাৎসরিক LGP 120-150 দিন) এবং (c) উষ্ণ-আর্দ্র বা উপ-শুদ্ধ দক্ষিণ পূর্বঘাট অঞ্চল (বাৎসরিক LGP 150-180 দিন)।
• সমস্যা: (i) উপযুক্ত জল নিষ্কাশন প্রণালীর অভাবে এখানকার বেশ কয়েকটি স্থান বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে। (ii) স্থানবিশেষে অঞ্চলটিতে ব্যাপক ভূমিক্ষয় এবং অনুর্বরতা লক্ষ করা যায়। (iii) ঘন ঘন খরার পরিস্থিতি (নালগোন্ডা, মাহবুবনগর, কুরুনুল, প্রকাশম, নেলোর, কুদ্দাপাহ প্রভৃতি জেলায়) এখানকার কৃষি উৎপাদনের ভারসাম্যে ব্যাঘাত সৃষ্টি হয়।