welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

তীব্র শুদ্ধ লোহিত এবং কালো মৃত্তিকাসহ বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot Arid Eco-region with Red and Black Soils)

তীব্র শুদ্ধ লোহিত এবং কালো মৃত্তিকাসহ বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot Arid Eco-region with Red and Black Soils)


• অবস্থান ও আয়তন দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত কর্ণাটকের বেল্লারি, রায়চুর, বিজাপুর জেলার দক্ষিণ-পশ্চিম অশে এবং অস্ত্রপ্রদেশের অনন্তপুর জেলা সমেত প্রায় 4-9 মিলিয়ন হেক্টর (ভারতের মোট ভৌগোলিক এলাকার1-5 শতাংশ) জুড়ে এই অঞ্চলটি অবস্থিত। 

কৃষি সহায়ক জলবায়ু (১) এখানে তীব্র এবং শুষ্ক গ্রীষ্ম এবং মৃদু শীত ঋতুর প্রাধান্য রয়েছে। (ii) এখানে অনিয়মিত বৃষ্টিপাত (প্রায় 400-500 মিমি) ঘটে। (iii) বার্ষিক ।PET চাহিদার মাত্র 20-25 শতাংশ পুরণ করতে সক্ষম।(iv) এখানকার LGP 90 দিনেরও কম

• মৃত্তিকা: এই অঞ্চলে ঈষৎ পাতলা বা অগভীর, মাঝারি আম্লিক লাল মাটির প্রাধান্য রয়েছে। তবে, এখানকার বেশ কিছু অংশে গভীর কালো এঁটেল মাটি সামান্য ক্ষারীয় এবং চুনযুক্ত হয়ে থাকে।

• ভূমি ব্যবহারগত প্রকৃতি। বর্ষায় অঞ্চলটির বেশিরভাগ এখানকার আবাদি জমিতে 1:37 কর্ণাটকের রামকুরের কালো মুক্তিকাস্থানের জমি পতিত অবস্থায় পড়ে থাকলেও বর্ষা-পরবর্তী সময়েই সর্বাধিক ফসল চাষ করা হয়। নিবিড়ভাবে চীনাবাদাম, আখ, সূর্যমুখী, তুলো এবং অনাবাদী জমিতে বাজরা ফলানো হয়। এখানকার পরিত্যন্ত অঞ্চলগুলিতে গ্রীষ্মমণ্ডলীয় কাঁটাজাতীয় বনভূমির প্রাধান্য রয়েছে। 

• উপবিভাগ: একমাত্র রায়ালসীমা উপ-অঞ্চলটির (কর্ণাটক মালভূমি)এখানে প্রধান অংশরূপে অন্তর্ভুক্তি ঘটেছে।

• সমস্যা (i) দীর্ঘ শুষ্ক আবহাওয়ায় ফসল উৎপাদনে ব্যাঘাত, (ii) উৎপাদনশীল আর্দ্র কালো মাটির স্বল্পতা, (iii) মাঝেমধ্যে ঝড়, প্রবল বৃষ্টিপাত জনিত উচ্চক্ষয় প্রবণতাজনিত বিপদের আশঙ্কা প্রভৃতি উল্লেখযোগ্য।



একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01