তীব্র শুদ্ধ লোহিত এবং কালো মৃত্তিকাসহ বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot Arid Eco-region with Red and Black Soils)
• অবস্থান ও আয়তন দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত কর্ণাটকের বেল্লারি, রায়চুর, বিজাপুর জেলার দক্ষিণ-পশ্চিম অশে এবং অস্ত্রপ্রদেশের অনন্তপুর জেলা সমেত প্রায় 4-9 মিলিয়ন হেক্টর (ভারতের মোট ভৌগোলিক এলাকার1-5 শতাংশ) জুড়ে এই অঞ্চলটি অবস্থিত।
কৃষি সহায়ক জলবায়ু (১) এখানে তীব্র এবং শুষ্ক গ্রীষ্ম এবং মৃদু শীত ঋতুর প্রাধান্য রয়েছে। (ii) এখানে অনিয়মিত বৃষ্টিপাত (প্রায় 400-500 মিমি) ঘটে। (iii) বার্ষিক ।PET চাহিদার মাত্র 20-25 শতাংশ পুরণ করতে সক্ষম।(iv) এখানকার LGP 90 দিনেরও কম
• মৃত্তিকা: এই অঞ্চলে ঈষৎ পাতলা বা অগভীর, মাঝারি আম্লিক লাল মাটির প্রাধান্য রয়েছে। তবে, এখানকার বেশ কিছু অংশে গভীর কালো এঁটেল মাটি সামান্য ক্ষারীয় এবং চুনযুক্ত হয়ে থাকে।
• ভূমি ব্যবহারগত প্রকৃতি। বর্ষায় অঞ্চলটির বেশিরভাগ এখানকার আবাদি জমিতে 1:37 কর্ণাটকের রামকুরের কালো মুক্তিকাস্থানের জমি পতিত অবস্থায় পড়ে থাকলেও বর্ষা-পরবর্তী সময়েই সর্বাধিক ফসল চাষ করা হয়। নিবিড়ভাবে চীনাবাদাম, আখ, সূর্যমুখী, তুলো এবং অনাবাদী জমিতে বাজরা ফলানো হয়। এখানকার পরিত্যন্ত অঞ্চলগুলিতে গ্রীষ্মমণ্ডলীয় কাঁটাজাতীয় বনভূমির প্রাধান্য রয়েছে।
• উপবিভাগ: একমাত্র রায়ালসীমা উপ-অঞ্চলটির (কর্ণাটক মালভূমি)এখানে প্রধান অংশরূপে অন্তর্ভুক্তি ঘটেছে।
• সমস্যা (i) দীর্ঘ শুষ্ক আবহাওয়ায় ফসল উৎপাদনে ব্যাঘাত, (ii) উৎপাদনশীল আর্দ্র কালো মাটির স্বল্পতা, (iii) মাঝেমধ্যে ঝড়, প্রবল বৃষ্টিপাত জনিত উচ্চক্ষয় প্রবণতাজনিত বিপদের আশঙ্কা প্রভৃতি উল্লেখযোগ্য।