উন্ন শুদ্ধ মরুভূমি এবং লবণাক্ত মৃত্তিকা সমন্বিত বাস্তু সংস্থানিক অঞ্চল (Hot Arid Eco-region with Desert and Saline Soils)
• অবস্থান ও আয়তন অঞ্চলটি ভারতের পশ্চিম সমভূমির হরিয়ানা ও পাঞ্জাবের দক্ষিণ-পশ্চিম অংশ, রাজস্থান, কন্তু উপদ্বীপ এবং গুজরাটের উত্তর কাথিয়াওয়ার উপদ্বীপ নিয়ে প্রায়। 9.78% বা ভারতের সমগ্র ভৌগোলিক এলাকার 31-9 মিলিয়ন হেক্টর। জুড়ে অবস্থিত।
• কৃষি সহায়ক জলবায়ু (1) অঞ্চলটিতে তীব্র গ্রীষ্ম এবং শুদ্ধশীতল শীত ঋতুর প্রাধান্য রয়েছে। (11) এখানে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 400 মিমি-এর কম। (iii) এখানকার বার্ষিক PET চাহিদার মাত্র 15-20 শতাংশ, যা জলের ব্যাপক ঘাটতিকে নির্দেশ করে থাকে। (iv) বার্ষিক LGP এখানে 90 দিনের বেশি নয়।।
• মৃত্তিকা অঞ্চলটিতে থর মরুক্ষেত্রের বালুকাময় মাটি রয়েছে।তবে, প্রকৃতিগত দিক থেকে এখানকার মাটি মাঝারি চুনযুক্ত (ক্ষারীয়)। তবে স্থানবিশেষে অঞ্চলটির মাটিতে ব্যাপক পরিমাণে লবণ স্তরের অস্তিত্ব রয়েছে।
• ভূমির ব্যবহারগত দিক। এখানে স্বল্পকালীন বর্ষায় শুধুমাত্র একফসলি কৃষি ব্যবস্থা অনুসৃত হয়। এখানকার বেশিরভাগ ফসল (বাজরা, চারি, ডাল প্রভৃতি। লবণাক্ত নয় এমন এলাকাগুলিতে চাষ করা হয়। সেচসেবিত অঞ্চলগুলিতে তুলা, আখ, সরিষা, গম ও ছোলা চাষ করা হয়। অঞ্চলটিতে বিক্ষিপ্ত গ্রীষ্মমণ্ডলীয় কাঁটাজাতীয় উদ্ভিদ। লক্ষ্য করা যায়।
• উপবিভাগ অঞ্চলটির চারটি উপবিভাগ হল- (a) মরুস্থলি (LGP- <60 দিন), কচ্ছ উপদ্বীপ (LGP- <60দিন) (c) রাজস্থান বাগার, উত্তর গুজরাট সমভূমি এবং দক্ষিণ-পশ্চিম পাঞ্জাব সমভূমি (LGP 60-90 দিন। (d) দক্ষিণ কচ্ছ এবং উত্তর কাথিয়াওয়ার উপদ্বীপ (LGP-60 দিন)।
• সমস্যা: (1) প্রবল জলের ঘাটতি, (ii) শস্য বপনের সময় তীব্র খরা, (iii) মাটিতে ঋতুকালীন লবণ স্তর বৃদ্ধি ও শারীরবৃত্তীয় শুদ্ধ মৃত্তিকার প্রাধান্য, (iv) ফসলের হ্রাসপ্রাপ্ত পুষ্টি, হ্রাসপ্রাপ্ত বনভূমি (বর্তমানে 15 শতাংশ থেকে প্রভৃতি।