welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

বিশ্ব উন্নায়ন (Global Warming)

বিশ্ব উন্নায়ন (Global Warming)


নিম্ন ট্রপোস্ফিয়ারে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গের অবলোহিত রশ্মি (infrared radiation) শোষিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এর ফলে পৃথিবী জুড়ে বায়ুমন্ডলের গড় উদ্ভুতা ক্রমশ বেড়েই চলেছে। এই ঘটনাকে পরিবেশ বিজ্ঞানী ও আবহাওয়াবিজ্ঞানীরা বিশ্ব উন্নায়ন (Global Warming) রূপে আখ্যা দিয়েছেন।

গ্রিনহাউস প্রভাব ও বিশ্ব উন্নায়ন (Green house effect and Global Warming):

গ্রিনহাউস গ্যাসের প্রভাব বিশ্ব উন্নায়নের প্রধান কারণ। আবার, বিশ্ব উন্নায়ন গ্রিনহাউস প্রভাবেরই ফল। 

সাধারণ নিয়মে সূর্য থেকে আগত সৌরশক্তির 70% ভূপৃষ্ঠকে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উত্তপ্ত করে। বাকি 30% (NASA report অনুসারে) মেঘ, বুলিকণা ভূপৃষ্ঠ থেকে সরাসরি প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। আগত সৌরবিকিরণের 70% স্বাভাবিক নিয়ম অনুযায়ী ভূপৃষ্ঠ ধীরে ধীরে বিকিরণ করে এবং তা মহাশূন্যে ফিরে যায়। ভূপৃষ্ঠের এই বিকিরণ সম্পূর্ণটাই দীর্ঘ তরঙ্গরূপে হয়। কিন্তু বায়ুমন্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাসগুলি ভূপৃষ্ঠ বিকিরিত দীর্ঘ-তরঙ্গের রশ্মির উত্তম শোষক। এই গ্যাসগুলি দীর্ঘদিন যাবৎ ওই শোষিত শক্তি ধরে রাখতে পারে। তাই এর প্রভাবে বায়ুমণ্ডলের উন্নতাও বৃদ্ধি পায়। তবে গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি না থাকলে ভূপৃষ্ঠের দ্রুততাপ বিকিরণ করে শীতল হয়ে যেত এবং সমস্ত ভূমিভাগ বরফে আচ্ছাদিত হয়ে পড়তো। এবং মানুষের বসবাসের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করতো। বর্তমানে মানুষের অবিচানা  প্রসূত কার্যকলাপের ফলে শিল্পায়ন, নগরায়নের প্রভাবে বায়ুমন্ডলের গ্রিন হাউসের গ্যাসের পরিমাণ সার্বিক তুলনায় ক্রমশ বেড়ে চলেছে।। ফলে যতটা অবরোহিত সৌরশক্তি ভূপৃষ্ঠের থেকে মহাশূন্যে ফিরে যেত তার খুব অল্প অংশেই বর্তমানে ফিরে যাচ্ছে। এবং বাকিটা গ্রীনহাউস হাউস গ্যাস দ্বারা শোষিত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডল কে উত্তপ্ত করছে। উপরন্ত গ্যাস গুলি দীর্ঘকাল জব তাপ শোষণের ক্ষমতা থাকায় বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে। পৃথিবীজুড়ে বায়ুমণ্ডলের এই উষ্ণতা বৃদ্ধিকেই উষ্ণায়ন হিসেবে অভিহিত করা হয়। শিল্পী বিপ্লবের পর থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে চলেছে। বিজ্ঞানীদের মতে 1800 বছরে বেড়েছে 1°C সে:। এভাবে চললে 2050 এর মধ্যে পৃথিবীর উষ্ণতা 3.5° সে: বৃদ্ধি পাবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01