welcome to mygeo.in Indian no 1 geography based website in Bengali

সামগ্রিক দৈশিক কার্টেসিয়ান কো-অর্ডিনেট পদ্ধতি (Global Spatial Cartesian Co-Ordinate System (X, Y, Z))

সামগ্রিক দৈশিক কার্টেসিয়ান কো-অর্ডিনেট পদ্ধতি (Global Spatial Cartesian Co-Ordinate System (X, Y, Z))

1. এই পদ্ধতিটির Origine বা উৎস হল Ellipsoid-এর কেন্দ্র। (কেন্দ্রের ভর বায়ুমণ্ডলের ভরকে নিয়ে)।

2. কার্টেসিয়ান কো-অর্ডিনেটের প্রাথমিক মেরু (Z-axis) হল Ellipsoid Semi-minor Axis। এবং ইহার প্রাথমিক তল হল নিরক্ষীয় তল।

3. যে তলটি Semi-minor Axis-এর ধারণ করে ও ভূ-পৃষ্ঠকে ছেদ করে তাকে দ্রাঘিমাতল বলা হয়।

4. মাধ্যমিক তল (X-axis) হল নিরক্ষীয় তলের ও শ্রীণিচ দ্রাঘিমা তলের সংযোগবর্তী স্থানে অবস্থিত।

5. Y-axis ডান হস্তপদ্ধতি (Right handed System) এর থেকে নেওয়া হয়েছে যা নিরক্ষীয় তলের ওপর। শায়িত ও X-axis থেকে ঘড়ির কাঁটার দিকে 90° কোণে অবস্থিত

একটি মন্তব্য পোস্ট করুন

Middle post ad 01